কুমিল্লার হোমনা উপজেলা থেকে ৫৫টি ছোট-বড়
বিষাক্ত সাপ উদ্ধার করেছে তান্ত্রিক
সাপুড়ে মোঃ আবুল কালাম আজাদ (কবিরাজ)। শনিবার
দুপুরে উপজেলার মনিপুর গ্রামের সাহেব বাড়ির
শতবর্ষী পুরানো একটি দালান থেকে এই
সাপগুলো উদ্ধার করা হয়। সাপগুলো উদ্ধার করার
পরপরই সাপুড়ে শত শত মানুষের সামনেই
মেতে উঠে বিষম খেলায়। বিষাক্ত সাপের
অভয়ারন্ন হিসেবেই যেন পরিচিত ছিলো এই
শতবর্ষী পুরনো বাড়িটি।
সাপুড়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনিপুর
গ্রামের সাহেব বাড়ির আব্দুর রশিদের স্ত্রী চার
সন্তানের জননী মোছা: রোশনারা বেগম (৬০) গত
বুধবার শত বছরের পুরনো ওই দালানটির
ভিতরে গাছের
মরা পাতা কুড়াঁতে গেলে তাকে বিষাক্ত সাপ দংশন
করে। এর কিছুক্ষণের মধ্যেই
সে সজ্ঞা হারিয়ে ফেলে। এরপর অনেক খোঁজাখুজির
পরে সন্ধান পাওয়া যায় কুমিল্লা জেলার
চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া হাড়িখোলা গ্রামের
তান্ত্রিক কবিরাজ কালামের।
পরে কবিরাজ কালামকে দাওয়াত
করে আনলে তিনি তন্ত্রমন্ত্র পড়ে ওই
মহিলাকে ভাল করে। কবিরাজ তখন
গ্রামবাসীকে জানান, এখানে অনেক সাপেড় গন্ধ
পাওয়া যাচ্ছে। যেহেতু
দালানটি পুরনো এখানে বাচ্চা সাপও
পাওয়া যেতে পারে।
আপনারা অনুমতি দিলে আমি সাপ উদ্ধার করার
চেষ্ঠা করতে পাড়ি।
গ্রামবাসী তখন কবিরাজকে অনুরোধ করলে কবিরাজ
কালাম অব্যবহৃত ওই ভবন থেকে ছয়টি বিষাক্ত
কালি গোখড়া, চারটি দাঁড়াশ ও ৪৫টি ছোট ছোট
বিষাক্ত সাপেড় ছানা উদ্ধার করে।
বিষাক্ত সাপ উদ্ধার করেছে তান্ত্রিক
সাপুড়ে মোঃ আবুল কালাম আজাদ (কবিরাজ)। শনিবার
দুপুরে উপজেলার মনিপুর গ্রামের সাহেব বাড়ির
শতবর্ষী পুরানো একটি দালান থেকে এই
সাপগুলো উদ্ধার করা হয়। সাপগুলো উদ্ধার করার
পরপরই সাপুড়ে শত শত মানুষের সামনেই
মেতে উঠে বিষম খেলায়। বিষাক্ত সাপের
অভয়ারন্ন হিসেবেই যেন পরিচিত ছিলো এই
শতবর্ষী পুরনো বাড়িটি।
সাপুড়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনিপুর
গ্রামের সাহেব বাড়ির আব্দুর রশিদের স্ত্রী চার
সন্তানের জননী মোছা: রোশনারা বেগম (৬০) গত
বুধবার শত বছরের পুরনো ওই দালানটির
ভিতরে গাছের
মরা পাতা কুড়াঁতে গেলে তাকে বিষাক্ত সাপ দংশন
করে। এর কিছুক্ষণের মধ্যেই
সে সজ্ঞা হারিয়ে ফেলে। এরপর অনেক খোঁজাখুজির
পরে সন্ধান পাওয়া যায় কুমিল্লা জেলার
চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া হাড়িখোলা গ্রামের
তান্ত্রিক কবিরাজ কালামের।
পরে কবিরাজ কালামকে দাওয়াত
করে আনলে তিনি তন্ত্রমন্ত্র পড়ে ওই
মহিলাকে ভাল করে। কবিরাজ তখন
গ্রামবাসীকে জানান, এখানে অনেক সাপেড় গন্ধ
পাওয়া যাচ্ছে। যেহেতু
দালানটি পুরনো এখানে বাচ্চা সাপও
পাওয়া যেতে পারে।
আপনারা অনুমতি দিলে আমি সাপ উদ্ধার করার
চেষ্ঠা করতে পাড়ি।
গ্রামবাসী তখন কবিরাজকে অনুরোধ করলে কবিরাজ
কালাম অব্যবহৃত ওই ভবন থেকে ছয়টি বিষাক্ত
কালি গোখড়া, চারটি দাঁড়াশ ও ৪৫টি ছোট ছোট
বিষাক্ত সাপেড় ছানা উদ্ধার করে।
No comments:
Post a Comment