নিউজ ডেস্ক : গত শনিবার পাওয়া এই ভিডিও
ফুটেজে স্বচ্ছ এবং ঘোলাটে একটি মানুষ সাদৃশ্য
অবয়বকে হাঁটাচলা করতে দেখা যায়। যেই
স্থানে অবয়বটি হাঁটাচলা করছিলো সেটা অত্যন্ত
সুরক্ষিত একটি স্থান যেখানে সাধারণ মানুষ
চলাফেরা করতে পারে না।
ভূত আছে নাকি নেই সেটা নিয়ে আছে নানান
তর্কবিতর্ক। যতই তর্ক বিতর্ক থাক, এবার
সিসি ক্যামেরাতেই ধরা পড়লো ভূত। মেক্সিকোর
একটি পুলিশ স্টেশনে সিসিটিভির ক্যামেরায় ভূত
সাদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া গিয়েছে!
যেই সময়ে ভূত সাদৃশ্য অবয়বটি দেখা যায় সেই
সময়ে ডিউটিতে ছিলেন কার্ল রোমারিও।
তিনি সিসি টিভিতে এমন অদ্ভুত দৃশ্য দেখে তার
সুপার ভাইজারদেরকে বিষয়টি জানান।
গোয়েন্দারা বিষয়টির কোনো কূল
কিনারা খুঁজে পাচ্ছেন না। তাদের মতে ওই
স্থানে কোনো মানুষ প্রবেশ করা সম্ভব
না এবং সেখানে অনেকগুলো ক্যামেরা এবং প্রচুর
আলোর ব্যবস্থা আছে। কিন্তু অবয়বটি কিসের
এবং কোথা থেকে এলো সেটা তাদের কাছেও রহস্য!
তিনি বলেন ‘প্রথমে আমি ভেবেছিলাম
এটা কোনো উড়ন্ত মথ বা অন্য কোনো পোকা। কিন্তু
পরে খেয়াল করতে দেখলাম যে অবয়বটির মানুষের
মতো দুটি পা আছে কিন্তু এটি কোনো মানুষ না’।
সুত্র : নিউজ ডেস্ক
ফুটেজে স্বচ্ছ এবং ঘোলাটে একটি মানুষ সাদৃশ্য
অবয়বকে হাঁটাচলা করতে দেখা যায়। যেই
স্থানে অবয়বটি হাঁটাচলা করছিলো সেটা অত্যন্ত
সুরক্ষিত একটি স্থান যেখানে সাধারণ মানুষ
চলাফেরা করতে পারে না।
ভূত আছে নাকি নেই সেটা নিয়ে আছে নানান
তর্কবিতর্ক। যতই তর্ক বিতর্ক থাক, এবার
সিসি ক্যামেরাতেই ধরা পড়লো ভূত। মেক্সিকোর
একটি পুলিশ স্টেশনে সিসিটিভির ক্যামেরায় ভূত
সাদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া গিয়েছে!
যেই সময়ে ভূত সাদৃশ্য অবয়বটি দেখা যায় সেই
সময়ে ডিউটিতে ছিলেন কার্ল রোমারিও।
তিনি সিসি টিভিতে এমন অদ্ভুত দৃশ্য দেখে তার
সুপার ভাইজারদেরকে বিষয়টি জানান।
গোয়েন্দারা বিষয়টির কোনো কূল
কিনারা খুঁজে পাচ্ছেন না। তাদের মতে ওই
স্থানে কোনো মানুষ প্রবেশ করা সম্ভব
না এবং সেখানে অনেকগুলো ক্যামেরা এবং প্রচুর
আলোর ব্যবস্থা আছে। কিন্তু অবয়বটি কিসের
এবং কোথা থেকে এলো সেটা তাদের কাছেও রহস্য!
তিনি বলেন ‘প্রথমে আমি ভেবেছিলাম
এটা কোনো উড়ন্ত মথ বা অন্য কোনো পোকা। কিন্তু
পরে খেয়াল করতে দেখলাম যে অবয়বটির মানুষের
মতো দুটি পা আছে কিন্তু এটি কোনো মানুষ না’।
সুত্র : নিউজ ডেস্ক
No comments:
Post a Comment