Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 17, 2014

ফেসবুকও অফিস ভার্সন

প্রফেশনালদের কথা মাথায় রেখে লিঙ্কডিন
রাইভাল-এর মতোই এবার জনপ্রিয় সোশ্যাল
নেটওয়ার্ক ফেসবুক
আনতে চলেছে তাদের নতুন অফিস ভার্সান।
ফিনান্সিয়াল টাইমস সূত্রে তেমনই
জানা গেছে।
ফিনান্সিয়াল টাইমস তাদের
রিপোর্টে জানিয়েছে, ফেসবুক খুব
গোপনে তাদের নতুন অফিস
ভার্সানটি নিয়ে কাজ করছে। নতুন পরিষেবার
নাম দেয়া হয়েছে ‘ফেসবুক অ্যাট অফিস’।
সূত্র জানাচ্ছে, নতুন পরিষেবার
মাধ্যমে গ্রাহকরা কেবল অফিসের
সহকর্মীদের সঙ্গে ‘চ্যাট’
করতে পারবেন। শুধু চ্যাট নয়, নতুন এই
পরিষেবার মাধ্যমে আদানপ্রদান
করতে পারবেন অফিসের নথিপত্রও।
যোগাযোগ রাখতে পারবেন অফিসের
অন্যান্য পদস্থের সঙ্গে। তবে ঠিক
কবে নাগাদ এই পরিষেবা চালু হবে,
তা এখনো জানা যায়নি।
ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ জানান,
এখনো অনেক পথ চলা বাকি, ভবিষ্যতের
কথা ভেবে আরো উন্নত ফেসবুকের
লক্ষ্যে তারা কাজ করে চলেছেন।
উল্লেখ্য ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠিত
হয়, বর্তমানে তার ব্যবহারকারীর
সংখ্যা প্রতি মাসে ১৩৫ কোটি।
চলতি অর্থবর্ষের শেষ তিন
মাসে ফেসবুকের লাভের পরিমাণ ৮২০
কোটি ডলার।
লিঙ্ক-ইন রাইভাল অ্যাপটি সর্বপ্রথম
বাজারে আসে ২০০৩ সালে।

No comments: