Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, November 18, 2014

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

এসএসসি পরীক্ষা শুরু ২
ফেব্রুয়ারি
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২
ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ৮টি সাধারণ
শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের
দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার
চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু
হবে আগামী ২ ফেব্রুয়ারি। শিক্ষা মন্ত্রণালয় আজ
মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ
করেছে।
এরআগে গত ২৮ অক্টোবর প্রথমবারের
মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ
করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১
নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়।
প্রশ্নফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার
মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার
কথা জানালেও এবারও দুই পরীক্ষার মধ্যে বন্ধ
থাকছে। বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেওয়ার
কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর
বিরোধিতা করে বিক্ষোভ হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২
ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ৮টি সাধারণ
শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের
দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের
ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের
মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের
ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী মাদ্রাসা বোর্ডের
অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ
হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের
মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার
কথা বলা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও
সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকেলের
পরীক্ষা বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত
নেওয়া হবে।

No comments: