Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, May 1, 2014

নিষিদ্ধ হচ্ছে গাড়িতে কালোগ্লাস ব্যবহার

ঢাকা: আগামী ১০
মে থেকে মাইক্রোবাসে কালো, রঙিন
বা অস্বচ্ছ গ্লাস ব্যবহার
নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়।
নির্দিষ্ট দিন থেকে যারা এ আদেশ
অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের উপসচিব (রাজ-২) মো.
হাবিবুর রহমান এ সংক্রান্ত এক
বিবৃতি প্রকাশ করেছে।
এর আগে বুধবার
সচিবালয়ে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল জানিয়েছিলেন, সরকার গুম,
অপহরণ ঠেকাতে গুরুত্বপূর্ণ
সড়কগুলোতে সিসি (ক্লোজ সার্কিট)
ক্যামেরা স্থাপন করবে।
এছাড়া প্রাইভেট কার ও
মাইক্রোবাসের কালো কাচ
খুলে ফেলার সিদ্ধান্ত
নেয়া হয়েছে যা দ্রুত বাস্তবায়ন
করার নির্দেশ দেয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
বিবৃতিতে বলা হয়েছে, ‘কোন
মাইক্রোবাসের উইন্ডশিল্ডগ্লাস ও
উভয় পাশের এবং পেছনের জানালায়
কালো/রঙিন/মার্কারী/অস্বচ্ছ গ্লাস
ব্যবহার করা যাবে না। এ
নির্দেশনা অমান্য
করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ
আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
বিবৃতিতে আরো বলা আছে,
‘ইদানিং উদ্বেগের সাথে লক্ষ্য
করা যাচ্ছে যে, গাড়িতে কালো/
রঙিন/মার্কারী/অস্বচ্ছ
গ্লাসব্যবহারের
ফলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও
গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের
লোকজন অথবা পরিবহনকৃত বস্তু শনাক্ত
করা এবং গাড়ি ব্যবহারকারী অপরাধীদের
গতিবিধির উপর
নজররাখা এবং প্রয়োজনে গ্রেপ্তারে সমস্যার
সৃষ্টি হয়।’
তাছাড়া অপহরণসহ বিভিন্ন ধরনের
অপরাধ
সংঘটনে অপরাধীরা গাড়িতে বিশেষ
করে মাইক্রোবাসে কালো/রঙিন/
মার্কারী/ অস্বচ্ছ গ্লাস ব্যবহার
করছে।
বিষয়টির প্রতি সরকারের
দৃষ্টি আকৃষ্ট হওয়ার
প্রেক্ষিতে মোটরযান অধ্যাদেশ,
১৯৮৩ (১৯৮৮ সালের ২৭
নং আইনদ্বারা সংশোধিত) এর ৫৩
ধারা এবং আমদানি ও
রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এর ৩
ধারায় প্রদত্ত
ক্ষমতাবলে ২৭/০৩/২০০৬ খ্রি.
তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক
জারিকৃত এসআরও নং ৫৪-আইন/২০০৬
অনুসরণে সরকার সিদ্ধান্ত গ্রহণ
করেছে যে, আগামী ১০ মে, ২০১৪
খ্রি. তারিখ হতে কোন
মাইক্রোবাসের উইন্ডশিল্ডগ্লাস ও
উভয়পাশের এবং পেছনের জানালায়
কালো/রঙিন/মার্কারী/অস্বচ্ছ গ্লাস
ব্যবহার করা যাবে না।’
এ নির্দেশনা অমান্য
করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ
আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


Posted via Blogaway

No comments: