Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 26, 2014

তারেককে ভারত সফরে আমন্ত্রণ জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই
নরেন্দ্র মোদিকে লিখিতভাবে অভিনন্দন
জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন
থেকে তারেক রহমানের এক ঘনিষ্ঠ
কর্মকর্তা টেলিফোনে ঢাকায় সাংবাদিকদের
জানান, মোদির শপথগ্রহণের পরক্ষণেই তাঁর
কাছে তারেক রহমানের লিখিত
শুভেচ্ছাবার্তাটি পৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল
ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বি জে জলি। এ
বার্তা পেয়ে নরেন্দ্র মোদি তাঁর দল ও সরকারের
পক্ষ থেকে ধন্যবাদ জানান তারেক রহমানকে।
সেই সঙ্গে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ
জানান। বি জে জলি টেলিফোনে তারেক রহমানের
ব্যক্তিগত কর্মকর্তা অ্যাডভোকেট হুমায়ুন
কবিরকে এ তথ্য জানান
বলে লন্ডনে সাংবাদিকদের জানিয়েছেন হুমায়ুন
কবির।
হুমায়ুন কবির লন্ডনে সাংবাদিকদের জানান,
শুভেচ্ছাবার্তায় তারেক রহমান ভারতের নতুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, 'আপনার
সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-ভারত
এবং বিএনপি-বিজেপি সম্পর্ক অতীতের
চেয়ে আরো জোরদার হবে। সার্কের গুরুত্বপূর্ণ
দেশ হিসেবে আপনি এ অঞ্চলের সার্বিক
উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন
বলে আমি প্রত্যাশা করি। আপনার মাধ্যমে দুই
দেশ ও দুই দলের মধ্যে সম্পর্কের এক নতুন
দিগনে্তর সূচনা হবে।'
হুমায়ুন কবির আরো জানান, তারেক রহমান
আশা প্রকাশ করে বলেন, 'নতুন
প্রধানমন্ত্রী মোদি অতীতের সম্পর্কের
সীমাবদ্ধতাগুলো দূর করে বাংলাদেশের জনগণের
প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। এতে সংখ্যাধিক্য
জনগণের নেতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটবে।
ভারত হয়ে উঠবে বাংলাদেশের সর্বসাধারণের
সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র।
একদেশদর্শী ভূমিকার অবসান ঘটবে।'


Posted via Blogaway

No comments: