জন্মের সময় দুই পায়ের
একটি না থাকায় গরিব মা-
বাবা আরো খারাপ কিছু হওয়ার
আশঙ্কায় চিন্তিত হয়েছিলেন।
কিন্তু দেখা গেল, পা না থাকায়
বরং ভালো হয়েছে। পা ছাড়াই
নেচে ২৩ বছরেই বিনোদ ঠাকুর
এখন কোটিপতি। নিজের
বাড়ি আছে, স্ত্রী আছে- সব
মিলিয়ে সুখের সংসার।
বিনোদ স্টেজে ওঠেন দড়ি ধরে।
তারপর হাত দুটিকেই
পা বানিয়ে নাচতে থাকেন। মুগ্ধ
হয়ে যায় সবাই। তারকা পর্যন্ত
তার সাথে নাচতে পারলে গর্বিত
হয়। সারা বিশ্ব থেকে নাচার
আমন্ত্রণ পাচ্ছেন। বিভিন্ন
টিভি শোতেও তাকে দেখা যায়
নিয়মিত।
অথচ মাত্র কয়েক বছরও
তিনি ছিলেন প্রায় ফকির।
বর্তমানে তার
স্থায়ী ঠিকানা ভারতের
রাজধানী দিল্লি।
তার বাবা রাজ ঠাকুর ছিলেন
ট্রাক ড্রাইভার।
মা উর্মিলা গৃহিনী। তার বড়
আরেক বোন ছিল। সবাই
মিলে থাকতেন এক কামরায়।
এক সময়ে তিনি কৃত্রিম
পা ব্যবহার করতে চেয়েছিলেন।
কিন্তু সেটা কষ্টকর হওয়ায় বাদ
দিয়েছেন।
তবে শৈশব থেকেই তিনি লড়াকু।
পা না থাকলেও সিঁড়ি ভেঙে তার
আগে তার বন্ধুদের কেউ
শ্রেণীকক্ষে পৌঁছাতে পারত না।
সাধারণ মানের ছাত্র বিনোদ
কলেজে পড়াশোনা শেষ
করে মোবাইল ফোন মেরামতের
পেশা গ্রহণ করতে চেয়েছিলেন।
কিন্তু এক বন্ধুর
পরামর্শে তিনি নাচের
দিকে ঝোঁকেন। সেটাই তার
জীবনকে ঘুরিয়ে দেয়। প্রচ-
পরিশ্রমে তিনি হয়ে ওঠেন দক্ষ
নতর্ক।
২০১২ সালে নিজেই খোলেন
একটি ড্যান্স স্কুল। এই স্কুলেই
ভর্তি হতে আসে রিকসাওয়ালার
মেয়ে রক্ষা রাঠোর। প্রথম
দর্শনেই প্রেম। তা থেকে বিয়ে।
তাদের বিয়েতে বলিউড
তারকা শিল্পা শেঠি পর্যন্ত
হাজির ছিলেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment