এমপির জন্য রোদে দাঁড়িয়ে অসুস্থ
অর্ধশতাধিক ছাত্রী
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর
সদর আসনের সংসদ সদস্য এ কে এম
এ আউয়ালকে স্বাগত
জানাতে একটি বিদ্যালয়ের
ছাত্রীদের তিন ঘণ্টা প্রচণ্ড
রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ
সময় প্রায় অর্ধশতাধিক
ছাত্রী মাঠে অজ্ঞান হয়ে পড়ে।
বুধবার সকাল
সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত
করিমুন্নেসা বালিকা বিদ্যালয়
স্কুল মাঠে ওই বিদ্যালয়ের
ছাত্রীদের দাঁড় করানো হয়।
অসুস্থ ছাত্রীদের সদর
হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকজনকে অক্সিজেনও দেয়া হয়।
অসুস্থ ছাত্রী ও তাদের
অভিভাবকরা জানান, বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে সাড়ে ৮টার
মধ্যে ছাত্রীদের বিদ্যালয়ে আসার
জন্য বলে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ৯টায় আসার কথা ছিল
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ
কে এম এ আউয়ালের।
ছাত্রীরা যথাসময়ে এসে সংসদ
সদস্যকে স্বাগত জানাতে প্রচণ্ড
তাপদাহের
মধ্যে মাঠে অপেক্ষা করতে থাকে।
বেলা সাড়ে ১১টায় সাংসদ
উপস্থিত হলে বিদ্যালয়
মাঠে জাতীয় সংগীত পরিবেশনের
জন্য দাঁড় করানো হয় ছাত্রীদের।
প্রথম চার লাইন গাওয়ার পরপরই
একে একে অজ্ঞান
হয়ে মাটিতে পড়ে যায় তারা।
পিরোজপুর সদর হাসপাতালের
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.
শংকর কুমার ঘোষ বলেন, রোদে দুই
একজন অসুস্থ হলে অন্যরা অসুস্থ
হয়ে থাকতে পারে।
গণমনস্তাত্ত্বিক(মাস
সাইকোজেনিক ইলনেস) রোগের
কারণে এমন পরিস্থিতি হয়।
ছাত্রীদের অভিযোগ, তাদের শ্বাস
নিতে সমস্যা হচ্ছিল। এ সময়
তারা পানি চাইলেও পানির
ব্যবস্থা করা হয়নি।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির
ছাত্রী হুমায়রা ইসলাম রাফির
বাবা আবু জাফর আহম্মেদ বলেন, এক
ঘণ্টা অচেতন থাকার পর তার
মেয়ের জ্ঞান ফেরে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. আব্দুল হালিম
হাওলাদার বলেন,
মেয়েরা সকালে প্রাইভেট
পড়ে খালি পেটে স্কুলে আসার
কারণে এই
অবস্থা হয়ে থাকতে পারে।
তবে, পানির ব্যবস্থা না থাকার
বিষয়ে তিনি কোনো সদুত্তর
দিতে পারেননি।
Posted via Blogaway
No comments:
Post a Comment