সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতে চান
শাহরুখ
সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতে চান
শাহরুখ
শেয়ার - মন্তব্য (3 ) - প্রিন্ট
ফাইল ছবি
অ অ- অ+
সামবোডি স্টপ মি, রবিন
( উথাপ্পা) ইউ আর অসামনেস,
গৌতি গৌতম গম্ভির ইউ উ হ্যাভ
দ্য বেস্ট স্মাইল, মনীশ (মনীশ
পান্ডে), মাই বয় এন্ড সাকিব আই
ওয়ান্ট টু ক্যারি ইউ অন মাই
ব্যাক। ওয়েলকাম পাট...
এমনই উচ্ছ্বসিতভাবেই
টুইটারে লিখেছেন বলিউডের
কিংবদন্তী ও কলকাতা নাইট
রাইডার্সের মালিক শাহরুখ খান
যার অর্থ দাঁড়ায়
'কেউ আমাকে থামাও! রবিন ,
তুমি অসাধারণ। গৌতি তোমার
হাসিটাই সবার সেরা। মনীশ
আমার ছেলে এবং সাকিব,
তোমাকে কাঁধে তুলে ঘুরতে চাই
আমি।'
২১ বলে অপরাজিত ৪৬ রানের
যে ইনিংসটি তিনি গতকাল
খেলেছেন তা দলের জয়ে প্রধান
ভূমিকা রেখেছে বলা যায়।
ফলে আইপিএলের টানা দুবারের
চ্যাম্পিয়নদের খুব সহজেই
হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন
কলকাতা নাইট রাইডার্স। সাকিব
আল হাসান গতকাল বল হাতে ব্যর্থ
হলেও ব্যাট
হাতে দেখিয়ে দিয়েছেন।
আইপিএলের সুদিনে সাকিব
প্রতিটা ম্যাচেই অবদান
রেখে যাচ্ছেন। হয়তো কখনো বল
হাতে আবার কখনো ব্যাট হাতে।
তাই শাহরুখ
সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতেই
পারেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment