ডেস্ক: নতুন ব্যবহারকারীদের জন্য নতুন
নীতিমালা করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ
সাইট ফেসবুক। এ নীতিমালার ফলে ফেসবুকে যুক্ত
হওয়া নতুন
ব্যবহারকারীরা পুরনো ব্যবহারকারীদের
চেয়ে অপেক্ষাকৃত কম সুবিধা পাবেন। এ
নীতিমালার আওতায় নতুন ব্যবহারকারীরা শুধু
নিজের বন্ধুদের সঙ্গেই তথ্য শেয়ার
করতে পারবেন। ফেসবুকের
পুরনো ব্যবহারকারীরা তাদের নিজস্ব বন্ধুর
বাইরে ছবি ও স্ট্যাটাস ট্যাগ
কিংবা বার্তা পাঠাতে পারেন। নতুন
ব্যবহারকারীদের এ সুবিধা থেকে বঞ্চিত
করা হচ্ছে। ফেসবুক বলছে, অপরিচিতদের
কাছে বার্তা পাঠানো কিংবা ছবি ও স্ট্যাটাস
ট্যাগ করা হলে অধিকাংশ সময়ই তারা বিরক্ত হন।
এতে ফেসবুকের অধিকাংশ
ব্যবহারকারী অপরিচিতদের উৎপাত
থেকে রক্ষা পেতে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন
এনেছেন। এ ধরনের বিরক্তিকর
পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
তবে নতুনদের জন্য ফেসবুকে কড়াকড়ি আরোপ করায়
শীর্ষ সামাজিক যোগাযোগ
সাইটটি জনপ্রিয়তা হারাতে পারে বলেও
আশঙ্কা করছেন অনেকে। তারা বলছেন, এ ধরনের
উদ্যোগের ফলে ফেসবুকে নতুন
ব্যবহারকারী অপেক্ষাকৃত কম যুক্ত হবেন।
পাশাপাশি কমতে পারে পুরনো ব্যবহারকারীদের
সক্রিয়তাও। তবে এ ধরনের
আশঙ্কা উড়িয়ে দিয়ে ফেসবুকের এক মুখপাত্র
জানিয়েছেন, নতুন ফেসবুক বন্ধুদের জন্য এ
নীতিমালা আমরা পর্যবেক্ষণ করছি।
আশা করি ব্যবহারকারীদের এটি ভালো লাগবে।
আগামীতে পুরনো ব্যবহারকারীদের মতামতের
ভিত্তিতে সবার জন্যই এ উদ্যোগ চালু হতে পারে।
Posted via Blogaway
No comments:
Post a Comment