Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 18, 2014

এমআরপি ছাড়া হজে যাওয়া যাবে না

ডেস্ক: মেশিন রিডেবল
পাসপোর্ট (এমআরপি)
ছাড়া হজে যেতে পারবেন
না বাংলাদেশীরা। এ জন্য
একটি নতুন
নির্দেশনা জারি করেছে সৌদি সরকার।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কল্যাণ ও
এমআরপি শাখা থেকে সৌদি সরকারের
নতুন নির্দেশনা জানিয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ধর্ম
সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মহাপরিচালক-১, বহিরাগমন ও
পাসপোর্ট অধিদপ্তরের
মহাপরিচালক, পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম
এশিয়া), এমআরপি ও
এমআরভি প্রকল্পের প্রকল্প
পরিচালক এবং রিয়াদের বাংলাদেশ
দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে।
চিঠি পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র
এবং ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট
কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক
(এমআরপি ও কল্যাণ) বি.এম.
জামাল হোসেন স্বাক্ষরিত
চিঠিতে বলা হয়েছে, এ বছর
থেকে সৌদি সরকার হজ ভিসা দেয়ার
প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে শেষ
করার জন্য একটি নতুন পদ্ধতি চালু
করার সিদ্ধান্ত নিয়েছে। এখন
থেকে সকল হজ যাত্রীকে তার
পাসপোর্ট ইলেকট্রনিক
পাঠযন্ত্রে প্রবেশ করিয়ে তার সব
তথ্য সৌদি আরবের ইমিগ্রেশন
দপ্তরকে দিতে হবে। কিন্তু এ
সিস্টেমটি শুধুমাত্র
এমআরপি পাসপোর্টের
ক্ষেত্রে প্রযোজ্য হবে।
হাতে লেখা পাসপোর্টধারীরা এ
সিস্টেমের আওতায় আসবে না। এ
কারণে এ বছর
থেকে এমআরপি ছাড়া কেউ হজব্রত
পালন করতে পারবেন না। পররাষ্ট্র
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে,
সব দেশের হজ আয়োজকরা এখন
থেকে হাজীদের
তথ্যাবলী ইলেকট্রনিকভাবে সৌদি সরকারের
ওয়েব সাইটে পাঠাবেন এবং এর পর
পরই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন
করা সম্ভব হবে। সুতরাং যেসব
হজযাত্রীর এমআরপি থাকবে না,
তাদের
তথ্যাবলী সিস্টেমে অন্তর্ভুক্ত
করা সম্ভব হবে না বিধায়
তারা পবিত্র হজ পালন
করতে পারবেন না। এমন অবস্থায়
এই গুরুত্বপূর্ণ নতুন
নীতি অনুযায়ী সকল
হজযাত্রী যাতে মেশিন রিডেবল
পাসপোর্ট পেতে পারেন
সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ করার বিশেষভাবে অনুরোধ
করছি। ওদিকে জাতিসংঘের
বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক
বেসামরিক বিমান অ্যাসোসিয়েশনের
(আইকাও) বেঁধে দেয়া সময়
অনুযায়ী আগামী বছরের ২৪
শে নভেম্বরের
মধ্যে হাতে লেখা পাসপোর্টের
বদলে সবাইকে যন্ত্রে পাঠযোগ্য
পাসপোর্ট (এমআরপি) নিতে হবে। এ
উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন
দেশে প্রবাসী বাংলাদেশীদের
হাতে লেখা পাসপোর্টের
বদলে এমআরপি দেয়ার কাজ চলছে।
এ কাজটি সৌদি আরব,
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এখন
চলমান রয়েছে। ওই সব দেশে বড়
একটি অংশের
কাছে আছে হাতে লেখা পাসপোর্ট।
ওই সব পাসপোর্ট
এমআরপিতে করার জন্যই এত সব
আয়োজন। এখন নতুন
করে সৌদি সরকার হজব্রত
পালনকারীদের জন্য নতুন নিয়ম চালু
করল।


Posted via Blogaway

No comments: