Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, May 22, 2014

সংসারে এসেই লক্ষ্মী আদিত্য নয়, এবার পরিচালক রানি

বিনোদন ডেস্ক : একেই বলে সঠিক ঘরের
বউ। সংসারে এসেই লক্ষ্মী গৃহিণীর
মতো গোটা ব্যবসার দায়িত্ব
কাঁধে নিয়ে নিলেন যশ চোপড়া পুত্রবধূ
রানি মুখোপাধ্যায়। আর শুধুই কি ব্যবসা!
একেবারে ছবি পরিচালনার দায়িত্ব
নিয়ে ফেলেছেন আদিত্যর বউ রানি। রানির
ছবি নিয়ে এই ভাবনা-চিন্তা শুরু নতুন
ছবি ‘মর্দানি’র শুটিং পর্ব থেকেই।
জানা গেছে, এই ছবির শুটিংয়ে শুধু অভিনয়
করেই ক্ষান্ত থাকেননি রানি।
শুটিংয়ে রীতিমতো সাহায্য করেছেন পরিচালক
আদিত্যকে। তবে রানি নাকি এবার
তৈরি নিজের ছবি নিয়ে। আদিত্যর
মা পামেলা চোপড়ার সঙ্গে জোট
বেঁধে চিত্রনাট্য লেখার কাজও শুরু
করে দিয়েছেন রানি। তবে আপাতত ছবির
ব্যাপারে তিনি একটাই কথা বলতে চান
সবাইকে, ‘পরিচালনা শিখেছি যশজির কাছ
থেকে। সেই ফ্লেভারকেই আবার
ফিরিয়ে আনতে চাই।’


Posted via Blogaway

No comments: