নেত্রকোনার মোহনগঞ্জের নওহাল গ্রামে বিশ্বের
সবচেয়ে বেশি বয়সের পুরুষ বাস করেন। নূর হোসেন
নামে ওই ব্যক্তির দাবি, তার বয়স ১২৫
বছর। তবে জাতীয় পরিচয়পত্র মতে (মো. নূর
হোসেন, পিতামৃত : মোজাফর, মাতামৃত :
ফাতেমা, জন্ম : ৬ জুন, ১৯০১ সাল,
আইডি নং- ৭২২৬৩০১৪৭৩৪৭৯) তার বয়স
১১৩ বছর।
শনিবার সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে নূর হোসেন বলেন,
'আমি বেশির ভাগ সময় বসে থাকি। কোনো কিছু
করার শক্তি এখন আর নেই।
চশমা ছাড়া চোখে দেখি না। বই ও
পত্রিকা পড়ে সময় পার করি।'
নূর হোসেন আরও জানান, তিনি বিয়ে করলেও
স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তার
কোনো সন্তান নেই। তিনি ভাত
খেতে ভালোবাসেন। এই দীর্ঘ
জীবনে তিনি কখনও বড়সড় রোগে ভোগেননি। বয়সের
ভারে এখনও তিনি নূব্জ হননি।
নূর হোসেনের ভাগিনা বোরহান উদ্দিন
জানান, তিনি মাঝেমধ্যে নিজের সাড়ে ছয়
কুড়ি বয়স দাবি করেন।
স্থানীয় নওহাল গ্রামের
বাসিন্দা এখলাছুর রহমান ও ফুল
মিয়া জানান, তার বয়স আরও বেশি হবে।
জাতীয় পরিচয়পত্রে তার বয়স কম
দেখানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের প্রবীণতম পুরুষ এখন ১১১
বছরের আরতুরো লিকাটা। আর প্রবীণতম
মহিলা ১১৫ বছরের জাপানের মিসাও
ওকাওয়া।
Posted via Blogaway
No comments:
Post a Comment