Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 19, 2014

আনিসুল হককে ‘উপযুক্ত’ দামে শেয়ার কেনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশ
এনার্জির
পরিচালনা পর্ষদের
চেয়ারম্যান আনিসুল
হককে কোম্পানির দুই
উদ্যোক্তার শেয়ার
‘উপযুক্ত’ দাম
দিয়ে কিনে নেয়ার নির্দেশ
দিয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মো.
রেজাউল হাসানের
একক বেঞ্চে এ মামলার
রায় ঘোষণা হয়।
রায়ে দেশ
এনার্জি লিমিটেডের
উদ্যোক্তা নূহের লতিফ
খান ও তার বোন
শাহপার সাবার
শেয়ার উপযুক্ত দাম
দিয়ে কিনে নিতে আনিসুল হক
ও তার সহযোগীদের নির্দেশ
দেয়া হয়েছে বলে বাদীপক্ষের
আইনজীবী ব্যারিস্টার
আক্তার ইমাম
জানান।
উদীয়মান
ব্যবসায়ী হিসাবে ২০১২
সালে ইংরেজি দৈনিক
ডেইলি স্টারের
শিরোনামে আসা নূহের
লতিফ খান মাত্র ২১
বছর বয়সে দেশ
এনার্জি গড়ে তোলেন।
সাবাও দেশ এনার্জির
একজন
উদ্যোক্তা পরিচালক।
এ কোম্পানিতে তাদের
শেয়ারের পরিমাণ ১০
শতাংশ করে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ
এনার্জি লিমিটেডের
অধীনে সিলেটের
কুমারগাঁওয়ে গ্যাসচালিত
ও নারায়ণগঞ্জের
সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর
দুটি ভাড়াভিত্তিক বিদ্যুত
কেন্দ্র রয়েছে, যার মোট
উৎপাদন ক্ষমতা ১১০
মেগাওয়াট।
আনিসুল হক বর্তমানে দেশ
এনার্জির
পরিচালনা পর্ষদের
চেয়ারম্যান এবং তার
ছেলে নাভিদুল হক
প্রতিষ্ঠানটির
ব্যবস্থাপনা পরিচালক
পদে রয়েছেন।


Posted via Blogaway

No comments: