নিজস্ব প্রতিবেদক: পূর্ব
সুন্দরবনে আগুন লেগে প্রায় ৩ একর বন
পুড়ে গেছে।
বুধবার বেলা বেলা ৩টার দিকে আগুন
লাগে। বিকাল পাঁচটার
দিকে বনজীবীরা প্রথম গাছপালায়
আগুন জ্বলতে দেখেন। শেষ খবর
পাওয়া পর্যন্ত আগুন
এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুনের
লেলিহান শিখা বাতাসের সঙ্গে দ্রুত
ছড়িয়ে পড়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই
রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পের ৩
কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে।
আগুনে বন বিভাগের
গুলিশাখালী এলাকায় ৩ একর বন
পুড়ে গেছে বলে বন বিভাগ
জানিয়েছে। বনের মধ্যে ফায়ার লেন
কেটে বন বিভাগ আগুন নেভানোর
চেষ্টা করছে।
সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয়
বন কর্মকর্তা (ডিএফও) মো. আমীর
হোসাইন চৌধুরী জানান, আগুন
নিয়ন্ত্রণে ফায়ার লেন
কেটে দেওয়া হয়েছে। প্রায় ১০০ গজ
দূরে একটি নালা থেকে পানি নিয়ে বনরক্ষীরা আগুন
নেভানোর চেষ্টা চালাছে।
বুধবার বিকেলে বনরক্ষীরা সুন্দরবন
পূর্ব বিভাগের বাগেরহাট জেলাধীন
চাঁদপাই রেঞ্জের মোরেলগঞ্জ
উপজেলার গুলিশাখী ক্যাম্প
থেকে প্রায় ৩ কিলোমিটার
দূরে বনের মধ্যে আগুন জ্বলতে দেখে।
খবর পেয়ে বন বিভাগের ৬০ সদস্যের
একটি দল সেখানে পৌঁছে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখন
পর্যন্ত কিছু জানা যায়নি।
Posted via Blogaway
No comments:
Post a Comment