বিশ্বকাপ জ্বরে আক্রান্ত বিশ্বের
প্রতিটি প্রান্তের মানুষ। তাই সবার
মতো আমাদের তারকারাও প্রিয় দলের পতাকার
রঙে রঙ্গিন হয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন।
সেই দলে এবার যুক্ত হলেন আলোচিত মডেল
নায়লা নাঈম।
সম্প্রতি সবুজ আর হলুদের
মিশেলে খোলামেলা এক পোশাক
গায়ে জড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন
নায়লা নাঈম। কারণ তিনি ব্রাজিলের সমর্থক।
বুধবার রাতে সেই ছবিটি নিজের ফেসবুক
পেইজে প্রকাশ করেছেন। ইতিমধ্যেই সামাজিক
যোগাযোগ মাধ্যমগুলোতে ছবিটি ছড়িয়ে পরেছে।
নায়লার খোলামেলা ছবিটি দেখে অনেকেই
সমালোচনায় মুখর হয়ে উঠলেও, ব্রাজিল
সমর্থকরা নায়লাকে সাধুবাদ জানাতে ভুলেননি।
Posted via BN24Hour
No comments:
Post a Comment