ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের শেষ
ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময়
সোমবার রাত ১০টায় ব্রাজিলের কুরিতিবার
অ্যারেনা দে বাইক্সদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু
হয়েছে। প্রথমার্ধ শেষে ডেভিড ভিলার
গোলে লিড নিয়েছে স্পেন। ডান প্রান্ত
থেকে জুয়ানফ্রানের বাড়ানো বলে গোল করেন
ভিলা। জুয়ানফ্রান গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ
হেরে এরই মধ্যে দুই দলই বিশ্বকাপ
থেকে ছিটকে পড়েছে। আনুষ্ঠানিকতার ম্যাচটি দুই
দলের জন্য শুধুই মর্যাদার। এর
আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি দল
দুইটি। ফলে এ ম্যাচ তাদের মধ্যকার প্রথম
আন্তর্জাতিক ম্যাচ। স্পেন দলে সাতটি পরিবর্তন
করা হয়েছে। জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক
ইকার ক্যাসিয়াসের। তার জায়গায় খেলছেন
রেইনা। এদিকে অস্ট্রেলিয়ার
হয়ে মাঠে নামতে পারেননি টিম কাহিল। প্রথম
দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায়
খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।
ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময়
সোমবার রাত ১০টায় ব্রাজিলের কুরিতিবার
অ্যারেনা দে বাইক্সদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু
হয়েছে। প্রথমার্ধ শেষে ডেভিড ভিলার
গোলে লিড নিয়েছে স্পেন। ডান প্রান্ত
থেকে জুয়ানফ্রানের বাড়ানো বলে গোল করেন
ভিলা। জুয়ানফ্রান গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ
হেরে এরই মধ্যে দুই দলই বিশ্বকাপ
থেকে ছিটকে পড়েছে। আনুষ্ঠানিকতার ম্যাচটি দুই
দলের জন্য শুধুই মর্যাদার। এর
আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি দল
দুইটি। ফলে এ ম্যাচ তাদের মধ্যকার প্রথম
আন্তর্জাতিক ম্যাচ। স্পেন দলে সাতটি পরিবর্তন
করা হয়েছে। জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক
ইকার ক্যাসিয়াসের। তার জায়গায় খেলছেন
রেইনা। এদিকে অস্ট্রেলিয়ার
হয়ে মাঠে নামতে পারেননি টিম কাহিল। প্রথম
দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায়
খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।
posted from Bloggeroid
No comments:
Post a Comment