চিত্র-বিচিত্র : প্রেমিক ৩১ বছর বয়সী টকবগে যুবক। আর
প্রেমিকা ৯১ বছরের বৃদ্ধা! বয়সের
হিসাবটা দেখলে যে কারো মনে হতে পারে কাথাও
একটা গোলমাল আছে। কিন্তু না, ঘটনা এরকমই-
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের যুবক কাইল জোন্স
নিজের থেকে ৬০ বছরের বড় মারজোরি ম্যাককুলের
সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বয়সের এই বিস্তর ফারাক
তাদের সম্পর্কের জন্য বাধা হতে পারেনি।
অসম বয়সী এই যুগলের প্রেমের বয়স পাঁচ বছর
হতে চললো। ম্যাককুলের সঙ্গে কাইলের প্রথম পরিচয়
২০০৯ সালে। সেখানেই ফোন নম্বর লেনদেনের পর মন
দেয়া নেয়া।
পেনসিলভানিয়ার পিটসবুর্গে বসবাসরত
কলসেন্টারকর্মী কাইল মূলত অবসরে যাওয়া নারীদের
সঙ্গে প্রেম করেন। ম্যাককুল ছাড়াও বর্তমানে তার
আরো পাঁচ বান্ধবী রয়েছে। ওই পাঁচ জনের সঙ্গেও নিয়মিত
অভিসারে বের হন, এমনকি নিজের বাড়িতেও নিয়ে যান। এদের
সবার বয়স তার থেকে কমপক্ষে ১৫/২০ বছর বেশি।
অন্য নারীদের সঙ্গে কাইলের সম্পর্ক প্রসঙ্গে ম্যাককুল
বলেন, ‘প্রথম প্রথম আমার হিংসা হতো। তবে আমার
কাছে এসে ও যখন বলে আমিই ওর প্রেমিকাদের
মধ্যে সেরা তখন আর খারাপ লাগে না।’
বয়স্ক নারীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কাইল বলেন,
‘একেক জনের পছন্দ একেক রকম। কেউ পছন্দ
করে উজ্জ্বল চুল, কেউ কালো, কেউ আবার অন্য কিছু।
আমি পছন্দ করি বয়স্ক নারীদের।’
বয়স্ক নারীদের সঙ্গে কাইলের প্রেমলীলা অবশ্য নতুন নয়।
মাত্র ১৮ বছর বয়সেই ৫০ বছর বয়সী এক নারীর
সঙ্গে প্রণয় দিয়ে শুরু। তারপর থেকেই চলছে অবিরাম!
বয়স্ক নারীদের সঙ্গে প্রেমের
পাশাপাশি ডেটিং ওয়েবসাইটেও বয়স্ক নারীদের সঙ্গে নিয়মিত
চ্যাট করেন। এক্ষেত্রেও তার পছন্দ ৬০-৮০ বছরের নারী।
সমালোচকদের প্রসঙ্গে কাইলের বক্তব্য, ‘অনেকেই
বলে টাকা ও সম্পত্তির লোভে আমি তাদের সঙ্গে সম্পর্ক
করেছি। কিন্তু বাস্তবে তা নয়,আসলে আমি তাদের পছন্দ
করি, তারাও আমাকে পছন্দ করে।’
নিজের চেয়ে কমবয়সী কাউকে নির্বাচন করতে পারার
ব্যর্থতা প্রসঙ্গে কাইল বলেন, ‘মাঝে মাঝে ভাবি, উপযুক্ত
কারো সঙ্গে সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলি। কিন্তু
আমি জানি এমন কাউকে নির্বাচন করবো যে আমার আগেই
পৃথিবী ছেড়ে চলে যাবে।’
কাইলের এই সম্পর্ককে তার মা সিসিলিয়া স্বাভাবিক বলেই
মেনে নিয়েছেন। এমনকি নিজের থেকে বেশি বয়সী বউমাদের
সঙ্গে সময়ও কাটান তিনি।
Posted via BN24Hour
No comments:
Post a Comment