চলতি মওসুমে কোনো শিরোপা জয় করতে না পারলেও
বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা লিওনেল
মেসি এখনো বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। বুধবার
সুইসভিত্তিক সিআইইএস ফুটবল অবজারভেটরি এ তথ্য
জানায়।
সিআইইএস-এর মতে, মেসির বাজার মূল্য ২১৬ মিলিয়ন
ইউরো (২৯৪ মিলিয়ন ডলার)। সাম্প্রতিক সময়ে তার
কিছুটা বাজে পারফরমেন্সের কারণে তার দাম ১৯ মিলিয়ন
ইউরো কমে গেলেও এখনো তিনি তার
প্রতিদ্বন্দ্বি এবং দ্বিতীয়
স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে প্রায় দ্বিগুণ
দামি খেলোয়াড়। পতুর্গিজ তারকা রোনাল্ডোর দাম ১১৪
মিলিয়ন ইউরো।
সিআইইএসের মতে, বয়স তুলনামূলক কম হওয়ায় মেসির
দাম বেশি ধরা হচ্ছে। তার বয়স যেখানে ২৭,
সেখানে রোনাল্ডোর বয়স ২৯।
আর সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়
করায় চলতি মওসুমে রোনাল্ডোর দাম চার মিলিয়ন
ইউরো বেড়েছে।
সূত্র : এএফপি।
Posted via Blogaway
No comments:
Post a Comment