Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, June 10, 2014

নেইমার আহত

ঢাকা: চোট পেয়েছেন নেইমার। মঙ্গলবার রিও
ডি জেনিরোর অদূরে নিজেদের
ট্রেনিং ক্যাম্পে অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট
পান ব্রাজিলের এই ফুটবল তারকা।
এদিকে নেইমারের চোটে অস্বস্তির
সৃষ্টি হয়েছে ব্রাজিলে। চোটের
ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও ১২
তারিখে ক্রোয়েশিয়ার
বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার
মাঠে নামা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ব্রাজিল
দলের ফিজিও বলেছেন,
পরীক্ষা করলে বোঝা যাবে তিনি কতখানি আঘাত
পেয়েছেন।
রিও ডি জেনিরো থেকে ১০০ কিলোমিটার
দূরে গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন করছে ব্রাজিল
দল। সেখানেই অনুশীলনের সময় চোট
পেয়ে মাটিতে পড়ে যান নেইমার। সাথে সাথেই
ছুটে আসেন কোচিং স্টাফরা। সেখানে নেইমারের
শুশ্রূষাও চলে কিছুক্ষণ।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ব্রাজিলের
প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন।

posted from Bloggeroid

No comments: