ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের মূল পর্বের
খেলা শুরু হচ্ছে ১২ জুন। এবারের
বিশ্বকাপে ৩২টি দেশের ফুটবলাররা অংশ
নিচ্ছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের
কারণে অনেকেই এখন আলোচনার কেন্দ্রে। এর
বাইরে ‘হটেস্ট’ খেলোয়াড় হিসেবে অনেকে আবার
উঠে এসেছেন আলোচনায়।
এবারের বিশ্বকাপের ‘হটেস্ট’ ৮ খেলোয়াড়:
১. ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগিজ এ তারকার শারিরীক সৌন্দর্য নিয়ে নতুন
করে বলার কিছু নেই। শরীরকে তিনি ‘মন্দির’
হিসেবে জানেন ও মানেন।
২. ফার্নান্দো গেগো
আর্জেন্টাইন এ
তারকা খেলোয়াড়কে বলা হয় ‘হট ম্যান’, কেউ বলেন
‘হৃদয়ভঙ্গকারী’।
৩. জেমস ট্রয়সি
অস্ট্রেলিয়ান ফুটবলার। বলা হয়ে থাকে,
নিজেকে যদি এভাবে দেখতেন, কখনোই
জার্সি গায়ে জড়াতেন না ট্রয়সি।
৪. জেমস রদ্রিগেজ
২২ বছর
বয়সী কলম্বিয়ান এ
ফুটবলারকে বর্তমানে বিশ্বের প্রতিভাবান
খেলোয়াড়দের একজন বলা হয়। পাশাপাশি হটও।
৫. ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
ইংলিশ ফুটবল দলে এতসব তারকার ভিড়ে সহজেই
খুঁজে নেওয়া যায় ল্যাম্পার্ডকে।
৬.
আলেকজান্দ্রা কার্জাকভ
কে সবচেয়ে বেশি হ্যান্ডসাম? প্রশ্নের
উত্তরে বাদ যাবেন না রাশিয়ান এই ফুটবলার।
৭. জেন ভেরতেনগেন
সুস্বাদু চকলেটের পাশাপাশি নারী-হৃদয় ভঙ্গের
জন্য ‘দায়ী’ এ বেলজিয়াম ফুটবলার।
৮. হাল্ক
বিশ্বকাপ জয়ের
দৌড়ে ব্রাজিল ফুটবল
দলের তারকা এ
স্ট্রাইকারের নামই
শারীরিক সৌন্দর্যের
জানান দেয়।
Posted via BN24Hour
No comments:
Post a Comment