গাজীপুর শহরের ব্যস্ততম শিববাড়ীর
বিআইডিসি সড়কে আজ রবিবার
সকালে গুলি করে ব্রিটিশ আমেরিকান
টোব্যাকোর স্থানীয় পরিবেশকের প্রায়
৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গুলিবিদ্ধ
হয়ে প্রতিষ্ঠানের ষ্টোর কিপার মো.
হারুন (৩০) আহত হয়েছেন। গুরুত্বর আহত
অবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর
হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হারুন জানায়, গাজীপুর শহরের মধ্য
ছায়াবীথির হাসান বাণিজ্য বিতানের
দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান
টোব্যাকো কম্পানির স্থানীয় পরিবেশকের
অফিস। রবিবার সকাল ১১টার
দিকে সিগারেট বিক্রির নগদ ৪৯ লাখ ২৮
হাজার টাকা ও আড়াই লাখ টাকার চেক
শিববাড়ির বিআইডিসি সড়কে অবস্থিত
সাউথ-ইস্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য
তিনি, প্রতিষ্ঠানের সুপারভাইজার আরিফুল
ইসলাম ও লেবার আমির হোসেন
রওনা দেন।
টাকা তিনটি ব্যাগে ভরে প্রতিষ্ঠানের
নিজস্ব কাভার্ড ভ্যানে (ঢাকা-
ড-০২-০০১৫) করে সাড়ে ১১টার
দিকে ব্যাংকের সামনে নামেন। কাভার্ড
ভ্যানের চালক ছিলেন আবুল কাশেম।
টাকার ব্যাগ
নিয়ে গাড়ি থেকে নামামাত্রই
আগে থেকেই ওত
পেতেথাকাদুবৃর্ত্তরাকয়েকটিগুলিছুড়েআতংক
সৃষ্টি করে। এ সময় লোকজন এদিক-ওদিক
ছোটাছুটি করতে থাকে।
একটি গুলি কোমরের বাম পাশে বিদ্ধ
হলে তিনি লুটিয়ে পড়েন। এ সময় তাদের
তিনজনের কাছে থাকা চেকসহ টাকার
তিনটি ব্যাগ
ছিনিয়েনিয়ে দুটি মোটরসাইকেলেকরেচার
দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর
আশপাশের লোকজন তাঁকে উদ্ধার
করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
হারুন নরসিংদী জেলার
মনোহরদী উপজেলার ব্রাহ্মণেরগাঁও
গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নাম না প্রকাশে অনিচ্ছুক
ব্যাংকের নিচের এক দোকান
কর্মচারী জানান, আমরা কিছু বুঝে উঠার
আগেই চোখের সামনে মাত্র কয়েক
মিনিটে ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যান
থামার ১৫-২০ মিনিট
আগেদুইটিমোটারসাইকেলেকরেআসাছিনতাইকারীরাব্যাংকের
সিঁড়ির অদূরে অবস্থান নেয়। তাদের
মুখে ছিল মাস্ক। বুঝার উপায় ছিল
না তারা ছিনতাইকারী। ছিনতাই
শেষে একটি মোটরসাইকেল শহরের
বিলাশপুরের দিকে ও
অন্যটি চান্দনা চৌরাস্তার
দিকে চলে যায়।
প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ার মো.
সুরুজ্জামান জানান, বিক্রির
টাকা নিয়মিত পরের দিন
সকালে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও
শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের
টাকা একত্রে রবিবার জমা দেওয়ার জন্য
ওই তিন কর্মচারীকে পাঠানো হয়েছিল।
নগদ ৪৯ লাখ ২৮ হাজার টাকা এবং দুই
লাখ ৫০ হাজার টাকার চেক
তিনি ব্যাগে করে ক্যাভার্ড
ভ্যানে করে ব্যাংকে নেওয়া হয়েছিল।
টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের সিঁড়ির
কাছে যাওয়ামাত্র
গুলিকরেদুর্বৃত্তরাটাকাছিনিয়েনিয়েগেছে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে জয়দেবপুর
থানায় মামলা করেছেন। খবর
পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও
জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত
ঘটনা স্থলে উপস্থিত হন।
তারা কয়েকটি ভাগে বিভক্ত
হয়ে আশপাশে তল্লাশি শুরু করেন। কিন্তু
সন্ধ্যা পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত
কাউকে গ্রেপ্তার বা ছিনতাই
হওয়া টাকা উদ্ধার হয়নি।
জয়দেবপুর থানার ওসি এস এম
কামরুজ্জামান জানান,
পুলিশি নিরাপত্তা ছাড়াই এত বড় অঙ্কের
টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল।
ঘটনাটি রহস্যজনক।
তা ছাড়া ঘটনা শুনে ধারণা করা হচ্ছে,
টাকা জমা দেওয়ার খবর ছিনতাইকারীদের
কাছে কেউ আগেই পৌঁছে দিয়েছিল।
জড়িতদের গ্রেপ্তার ও
টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান
চলছে।
বিআইডিসি সড়কে আজ রবিবার
সকালে গুলি করে ব্রিটিশ আমেরিকান
টোব্যাকোর স্থানীয় পরিবেশকের প্রায়
৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গুলিবিদ্ধ
হয়ে প্রতিষ্ঠানের ষ্টোর কিপার মো.
হারুন (৩০) আহত হয়েছেন। গুরুত্বর আহত
অবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর
হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হারুন জানায়, গাজীপুর শহরের মধ্য
ছায়াবীথির হাসান বাণিজ্য বিতানের
দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান
টোব্যাকো কম্পানির স্থানীয় পরিবেশকের
অফিস। রবিবার সকাল ১১টার
দিকে সিগারেট বিক্রির নগদ ৪৯ লাখ ২৮
হাজার টাকা ও আড়াই লাখ টাকার চেক
শিববাড়ির বিআইডিসি সড়কে অবস্থিত
সাউথ-ইস্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য
তিনি, প্রতিষ্ঠানের সুপারভাইজার আরিফুল
ইসলাম ও লেবার আমির হোসেন
রওনা দেন।
টাকা তিনটি ব্যাগে ভরে প্রতিষ্ঠানের
নিজস্ব কাভার্ড ভ্যানে (ঢাকা-
ড-০২-০০১৫) করে সাড়ে ১১টার
দিকে ব্যাংকের সামনে নামেন। কাভার্ড
ভ্যানের চালক ছিলেন আবুল কাশেম।
টাকার ব্যাগ
নিয়ে গাড়ি থেকে নামামাত্রই
আগে থেকেই ওত
পেতেথাকাদুবৃর্ত্তরাকয়েকটিগুলিছুড়েআতংক
সৃষ্টি করে। এ সময় লোকজন এদিক-ওদিক
ছোটাছুটি করতে থাকে।
একটি গুলি কোমরের বাম পাশে বিদ্ধ
হলে তিনি লুটিয়ে পড়েন। এ সময় তাদের
তিনজনের কাছে থাকা চেকসহ টাকার
তিনটি ব্যাগ
ছিনিয়েনিয়ে দুটি মোটরসাইকেলেকরেচার
দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর
আশপাশের লোকজন তাঁকে উদ্ধার
করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
হারুন নরসিংদী জেলার
মনোহরদী উপজেলার ব্রাহ্মণেরগাঁও
গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নাম না প্রকাশে অনিচ্ছুক
ব্যাংকের নিচের এক দোকান
কর্মচারী জানান, আমরা কিছু বুঝে উঠার
আগেই চোখের সামনে মাত্র কয়েক
মিনিটে ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যান
থামার ১৫-২০ মিনিট
আগেদুইটিমোটারসাইকেলেকরেআসাছিনতাইকারীরাব্যাংকের
সিঁড়ির অদূরে অবস্থান নেয়। তাদের
মুখে ছিল মাস্ক। বুঝার উপায় ছিল
না তারা ছিনতাইকারী। ছিনতাই
শেষে একটি মোটরসাইকেল শহরের
বিলাশপুরের দিকে ও
অন্যটি চান্দনা চৌরাস্তার
দিকে চলে যায়।
প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ার মো.
সুরুজ্জামান জানান, বিক্রির
টাকা নিয়মিত পরের দিন
সকালে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও
শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের
টাকা একত্রে রবিবার জমা দেওয়ার জন্য
ওই তিন কর্মচারীকে পাঠানো হয়েছিল।
নগদ ৪৯ লাখ ২৮ হাজার টাকা এবং দুই
লাখ ৫০ হাজার টাকার চেক
তিনি ব্যাগে করে ক্যাভার্ড
ভ্যানে করে ব্যাংকে নেওয়া হয়েছিল।
টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের সিঁড়ির
কাছে যাওয়ামাত্র
গুলিকরেদুর্বৃত্তরাটাকাছিনিয়েনিয়েগেছে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে জয়দেবপুর
থানায় মামলা করেছেন। খবর
পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও
জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত
ঘটনা স্থলে উপস্থিত হন।
তারা কয়েকটি ভাগে বিভক্ত
হয়ে আশপাশে তল্লাশি শুরু করেন। কিন্তু
সন্ধ্যা পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত
কাউকে গ্রেপ্তার বা ছিনতাই
হওয়া টাকা উদ্ধার হয়নি।
জয়দেবপুর থানার ওসি এস এম
কামরুজ্জামান জানান,
পুলিশি নিরাপত্তা ছাড়াই এত বড় অঙ্কের
টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল।
ঘটনাটি রহস্যজনক।
তা ছাড়া ঘটনা শুনে ধারণা করা হচ্ছে,
টাকা জমা দেওয়ার খবর ছিনতাইকারীদের
কাছে কেউ আগেই পৌঁছে দিয়েছিল।
জড়িতদের গ্রেপ্তার ও
টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান
চলছে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment