Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, June 12, 2014

প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফখরুল দম্পতি!

ঢাকা: স্বাগতিক ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার
উদ্বোধনী ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুরু
হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আর এ ম্যাচ ঘিরেই
আগামী এক মাস বিশ্বব্যাপী চলবে টান টান উত্তেজনা।
স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, ভাই-বোন
কারো কোনো ছাড় নেই, নেই কোনো স্বজনপ্রীতিও! একেক
দলের সমর্থকরা হবেন পারস্পরিক প্রতিদ্বন্দ্বী। এই
প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ যাচ্ছেন
না রাজনীতিবীদরাও।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর জানিয়েছেন, তার প্রিয় ফুটবল দল ব্রাজিল। এই
দলটির খেলার মধ্যে শৈল্পিকতা রয়েছে। ফুটবলের
নান্দনিকতা বলতে ব্রাজিল টিমকেই বোঝেন। কারণ এ
দলের তারকা ফুটবলার নেইমারের
পায়ে রয়েছে যাদুকরি টান।
জানা গেছে, মির্জা ফখরুলের
স্ত্রী বীমা কর্মকর্তা রাহাত আরা বেগমের পছন্দ
আর্জেন্টিনার খেলা। তিনি চাইছেন মেসির
যাদুতে এবারের বিশ্বকাপ হোক আর্জেন্টিনার।
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও
স্বাগতিক ব্রাজিলের সমর্থক। শুধু তাই নয়, রাজনৈতিক
মাঠে তেমন সম্পর্ক না থকালেও আওয়ামী লীগ
সভানেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রীয় রওশন
এরশাদের প্রিয় দলের সঙ্গে মিল
রয়েছে খালেদা জিয়ার। তারা সবাই  ব্রাজিলের অন্ধ
সমর্থক।
প্রতিবারের মতোই এবারো রাত জেগে প্রিয় দল
ব্রাজিলের খেলা দেখবেন জ্যেষ্ঠ এ রাজনীতিকরা।
প্রধানমন্ত্রীর এক উপ-প্রেস সচিব কয়েকদিন
আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর পছন্দের দল
ব্রাজিল। কারণ পেলের খেলা তার ভালো লাগতো।
তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ
করে মেসির খেলা তার খুবই পছন্দ।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ফুটবল
খেলা বেশ উপভোগ করেন। তিনি যেদিন থেকে ফুটবল
খেলা বুঝতে শুরু করেছেন, সেদিন থেকেই ব্রাজিলের অন্ধ
সমর্থক।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা জানান,
বিএনপি চেয়ারপারসন ব্রাজিলের কঠিন সমর্থক।
তিনি মনে করছেন, এবার স্বাগতিক ব্রাজিলের দখলেই
যাবে বিশ্বকাপ।


Posted via BN24Hour

No comments: