ডেস্ক ॥ ২৮ বছর পর মেসির
হাত ধরে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও
জামার্নির কাছে হেরে যায় যাওয়ায়
আর্জেন্টাইনদের খুশি করতে পারেননি মেসি ও
তার বাহিনী। তবে এবার আর্জেন্টিনা রানার-
আপের সব টাকা হাসপাতালে দান
করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল।
যদিও আর্জেন্টিনা বিশ্বকাপ
জিততে পারেনি এবং দেশের
জনগণকে খুশিতে ভাসাতে পারেনি, তবে এবার
মেসিরা হৃদয় জয় করতে চান রোগ-
শোকে ভোগা আর্জেন্টাইনদের। দেশকে বিশ্বকাপ
না এনে দিতে পারলেও দারিদ্র জর্জরিত
দেশটিকে বেশ বড় সাহায্য করতে যাচ্ছেন
মেসিরা।
বিশ্বকাপ রানার আপ হওয়ার সুবাদে যে পরিমাণ
অর্থ পুরষ্কার পেয়েছে আর্জেন্টিনা দল সে সমুদয়
অর্থ বুয়েন্স এইরেস এর গাড়হান নামক এক শিশু
হাসাপাতালে দান করে দেওয়ার
ঘোষণা দিয়েছে তারা।
ঘোষিত অর্থের পরিমাণও কম নয়। ১ লাখ ৩৫
হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়
প্রায় ১০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকা।
আর্জেন্টাইন দৈনিক এল দিয়া এ খবর
জানিয়েছে। ওই দৈনিকের সূত্রে জানা যায়,
দানের এ অর্থ মাসচেরানো ও মেসি সতীর্থদের
প্রতি দান করে দিতে আহ্বান জানিয়েছন। এই
অর্থ মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া হবে।
মেসি ফাউন্ডেশন এর আগেও ওই
হাসপাতালকে আর্থিক সহায়তা দিয়েছে।
ইতোমধ্যে গাড়হান হাসপাতাল কর্তৃপক্ষ তাদের
ওয়েবসাইটে জানিয়েছে মেসিদের
অর্থে হাসপাতালের পূর্ণাঙ্গ ক্যান্সার নিরাময়
কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
সূত্র- Bleacherreport
হাত ধরে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও
জামার্নির কাছে হেরে যায় যাওয়ায়
আর্জেন্টাইনদের খুশি করতে পারেননি মেসি ও
তার বাহিনী। তবে এবার আর্জেন্টিনা রানার-
আপের সব টাকা হাসপাতালে দান
করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল।
যদিও আর্জেন্টিনা বিশ্বকাপ
জিততে পারেনি এবং দেশের
জনগণকে খুশিতে ভাসাতে পারেনি, তবে এবার
মেসিরা হৃদয় জয় করতে চান রোগ-
শোকে ভোগা আর্জেন্টাইনদের। দেশকে বিশ্বকাপ
না এনে দিতে পারলেও দারিদ্র জর্জরিত
দেশটিকে বেশ বড় সাহায্য করতে যাচ্ছেন
মেসিরা।
বিশ্বকাপ রানার আপ হওয়ার সুবাদে যে পরিমাণ
অর্থ পুরষ্কার পেয়েছে আর্জেন্টিনা দল সে সমুদয়
অর্থ বুয়েন্স এইরেস এর গাড়হান নামক এক শিশু
হাসাপাতালে দান করে দেওয়ার
ঘোষণা দিয়েছে তারা।
ঘোষিত অর্থের পরিমাণও কম নয়। ১ লাখ ৩৫
হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়
প্রায় ১০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকা।
আর্জেন্টাইন দৈনিক এল দিয়া এ খবর
জানিয়েছে। ওই দৈনিকের সূত্রে জানা যায়,
দানের এ অর্থ মাসচেরানো ও মেসি সতীর্থদের
প্রতি দান করে দিতে আহ্বান জানিয়েছন। এই
অর্থ মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া হবে।
মেসি ফাউন্ডেশন এর আগেও ওই
হাসপাতালকে আর্থিক সহায়তা দিয়েছে।
ইতোমধ্যে গাড়হান হাসপাতাল কর্তৃপক্ষ তাদের
ওয়েবসাইটে জানিয়েছে মেসিদের
অর্থে হাসপাতালের পূর্ণাঙ্গ ক্যান্সার নিরাময়
কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
সূত্র- Bleacherreport
posted from Bloggeroid
No comments:
Post a Comment