বিনোদন ডেস্ক : নন্দিত নির্মাতা হানিফ সংকেত
সবসময়ই বৈচিত্র্যে বিশ্বাসী। বরাবরের
মতো আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি‘তেও
তিনি দর্শকদের উপহার দেবেন তার এই
বৈচিত্র্যের ধারাবাহিকতা।
ঈদ ‘ইত্যাদি’র চমকানো সব বিষয়ের
মধ্যে একটি বিশেষ পর্ব থাকছে দেশাত্মবোধক
গান। এই পর্বে একসঙ্গে গান গেয়েছেন ৯ জন
জনপ্রিয় সংগীত তারকা।
তারা হলেন সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোর,
সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব
খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও
এস.আই.টুটুল। ঈদের সময় শত শত অনুষ্ঠানে অনেক
শিল্পীকেই অনেকবার দেখা যাবে। কিন্তু এই ৯
গুণী শিল্পীকে একসঙ্গে একমাত্র ‘ইত্যাদি’
ছাড়া আর কোন অনুষ্ঠানে দেখা যাবে না।
ইত্যাদি’র
নির্মাতা প্রতিষ্ঠান
ফাগুন
অডিও
ভিশনের
একজন
মুখপাত্র
জানান,
শিল্পীরা অত্যন্ত
আন্তরিকতার
সঙ্গে গানটির
ধারন
কাজে সহযোগিতা করেছেন।
ধারন
কাজ
কিছুটা পরিশ্রম
স্বাপেক্ষ হলেও হানিফ সংকেতের বিশাল আয়োজন,
সর্বোপরি একটি চমৎকার পরিকল্পনার জন্য
শিল্পীরা আনন্দের সঙ্গে প্রতিটি কাজে অংশ
নিয়েছেন।
ঈদের ‘ইত্যাদি’র জন্য দেশাত্মবোধক এ
গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান
এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন
হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও
ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
সবসময়ই বৈচিত্র্যে বিশ্বাসী। বরাবরের
মতো আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি‘তেও
তিনি দর্শকদের উপহার দেবেন তার এই
বৈচিত্র্যের ধারাবাহিকতা।
ঈদ ‘ইত্যাদি’র চমকানো সব বিষয়ের
মধ্যে একটি বিশেষ পর্ব থাকছে দেশাত্মবোধক
গান। এই পর্বে একসঙ্গে গান গেয়েছেন ৯ জন
জনপ্রিয় সংগীত তারকা।
তারা হলেন সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোর,
সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব
খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও
এস.আই.টুটুল। ঈদের সময় শত শত অনুষ্ঠানে অনেক
শিল্পীকেই অনেকবার দেখা যাবে। কিন্তু এই ৯
গুণী শিল্পীকে একসঙ্গে একমাত্র ‘ইত্যাদি’
ছাড়া আর কোন অনুষ্ঠানে দেখা যাবে না।
ইত্যাদি’র
নির্মাতা প্রতিষ্ঠান
ফাগুন
অডিও
ভিশনের
একজন
মুখপাত্র
জানান,
শিল্পীরা অত্যন্ত
আন্তরিকতার
সঙ্গে গানটির
ধারন
কাজে সহযোগিতা করেছেন।
ধারন
কাজ
কিছুটা পরিশ্রম
স্বাপেক্ষ হলেও হানিফ সংকেতের বিশাল আয়োজন,
সর্বোপরি একটি চমৎকার পরিকল্পনার জন্য
শিল্পীরা আনন্দের সঙ্গে প্রতিটি কাজে অংশ
নিয়েছেন।
ঈদের ‘ইত্যাদি’র জন্য দেশাত্মবোধক এ
গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান
এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন
হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও
ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment