Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, July 16, 2014

পড়শীর ঔদ্ধত্যপূর্ণ আচরণে হতবাক চ্যানেল আই

বিনোদন ডেস্ক: চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ এর
মাধ্যমে উঠে আসা সঙ্গীত শিল্পী পড়শীর ব্যবহারে হতবাক
হয়েছে চ্যানেলটি। জানা গেছে, চ্যানেল আইয়ের অনুষ্ঠান
ব্যবস্থাপক নাট্য নির্মাতা রাজু আলীম
পড়শীকে একটি অনুষ্ঠানের জন্য ফোন করেন। এসময়
পড়শীর মা ফোনটি ধরে বলেন, আগে বলেন কত পারিশ্রমিক
দেবেন?’ এরপর রাজু আলীম বলেন,
নিয়মিতভাবে যে ক্যাটাগরি শিল্পীর যে পারিশ্রমিক নির্ধারণ
করা আছে তাই দেওয়া হবে। এরপরে ওই নির্মাতার
সাথে দর কষাকষি চলতে থাকলে আশ্চর্যের
সাথে প্রযোজক বলেন, ‘পড়শী কি চ্যানেল আইয়ের অনুষ্ঠান
করবে কি করবে না?
এ ব্যাপারে রাজু আলীম বলেন, আমি হতবাক হয়েছি,
যে শিল্পীর জন্ম হয়েছে আমাদের চ্যানেলে, ‘ক্ষুদে গানরাজ’
থেকে। আজ সে প্রতিষ্ঠিত হয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ
খুবই অবাক করেছে আমাকে। আজকাল এ কারণেই এ
প্রজন্মের শিল্পীদের নিয়ে সিনিয়র শিল্পীরা হতাশ
হয়ে পড়েন। কারণ তারা পারিবারিকভাবেই বেয়াদব
হিসেবে তৈরি হচ্ছে। এটা খুবই দুঃখজনক।
তিনি বলেন,
সবাই
জানে চ্যানেলের
অনুষ্ঠানে নির্ধারিত
শিল্পীদের
জন্য
পারিশ্রমিক
নির্দিষ্ট
থাকে।
অথচ
এখানে কতটা নীচু
মানসিকতার
হলে একটি টকশোতে আমন্ত্রিত
অতিথি হওয়ার
জন্য
উল্টো পারিশ্রমিক
নিয়ে দর কষাকষি করে!
এ বিষয়ে পড়শীর সাথে যোগাযোগ
করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। উল্লেখ্য,
কণ্ঠশিল্পী পড়শী চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজের’
মাধ্যমে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান।

posted from Bloggeroid

No comments: