আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেনে মালয়েশিয়ার
যাত্রীবাহি বিমানটি যে পথে গিয়ে মিসাইল
হামলায় ভূপাতিত হয়ে ২৯৮ আরোহীর মৃত্যু হয়েছে,
সেই একই পথে যাবার কথা ছিল ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী এয়ার
ইন্ডিয়ার বিশেষ বিমান। তবে মালয়েশীয়
বিমানটি ভূপাতিত হবার পর মোদীর বিমানের
দিক পরিবর্তন করে ভিন্ন
পথে বিমানটিকে ভারতে নিয়ে যান পাইলট।
দ্য হিন্দুর খবরে বলা হয়, বৃহস্পতিবার দুর্ঘটনার
পর যেসব বিমান রুট বদল করেছিল সেগুলোর
মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর ফ্লাইটও ছিল।
ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর
বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন মোদী।
তিনি শুক্রবার তার টুইটার বার্তায় বলেন, ‘এমএইচ
১৭ বিমানের যেসব আরোহী প্রাণ হারিয়েছেন
তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থণা ও
সমবেদনা।’
খবরে বলা হয়,
প্রধানমন্ত্রীর
বিশেষ
বিমান
এয়ার
ইন্ডিয়া ০০১
ফ্রাংফুট
থেকে আন্তর্জাতিক
সময়
১১
টা ২২
মিনিটে যাত্রা করে।
এর
তিন
ঘন্টা পর
ফ্লাইটটির
ইউক্রেনের
রুশপন্থিদের দখলকৃত এলাকা ডোনেটস্কের
আকাশে পৌঁছানোর কথা ছিল। বিমানের একজন
কর্মকর্তা স্বীকার করেন , যে রুট
ধরে তারা যেতেন তা মালয়েশিয়া এয়ারলাইন্সের
ওই একই রুট ছিল। পরে দিক পরিবর্তন করে পাইলট
হয়তো রাশিয়া কিংবা কৃষ্ণসাগরের ওপর
দিয়ে বিমানটি চালিয়ে নেন। পাইলট ঠিক কোন
পথ বেছে নিয়েছিলেন সে সম্পর্কে তিনি কিছু
বলেননি।
যাত্রীবাহি বিমানটি যে পথে গিয়ে মিসাইল
হামলায় ভূপাতিত হয়ে ২৯৮ আরোহীর মৃত্যু হয়েছে,
সেই একই পথে যাবার কথা ছিল ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী এয়ার
ইন্ডিয়ার বিশেষ বিমান। তবে মালয়েশীয়
বিমানটি ভূপাতিত হবার পর মোদীর বিমানের
দিক পরিবর্তন করে ভিন্ন
পথে বিমানটিকে ভারতে নিয়ে যান পাইলট।
দ্য হিন্দুর খবরে বলা হয়, বৃহস্পতিবার দুর্ঘটনার
পর যেসব বিমান রুট বদল করেছিল সেগুলোর
মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর ফ্লাইটও ছিল।
ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর
বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন মোদী।
তিনি শুক্রবার তার টুইটার বার্তায় বলেন, ‘এমএইচ
১৭ বিমানের যেসব আরোহী প্রাণ হারিয়েছেন
তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থণা ও
সমবেদনা।’
খবরে বলা হয়,
প্রধানমন্ত্রীর
বিশেষ
বিমান
এয়ার
ইন্ডিয়া ০০১
ফ্রাংফুট
থেকে আন্তর্জাতিক
সময়
১১
টা ২২
মিনিটে যাত্রা করে।
এর
তিন
ঘন্টা পর
ফ্লাইটটির
ইউক্রেনের
রুশপন্থিদের দখলকৃত এলাকা ডোনেটস্কের
আকাশে পৌঁছানোর কথা ছিল। বিমানের একজন
কর্মকর্তা স্বীকার করেন , যে রুট
ধরে তারা যেতেন তা মালয়েশিয়া এয়ারলাইন্সের
ওই একই রুট ছিল। পরে দিক পরিবর্তন করে পাইলট
হয়তো রাশিয়া কিংবা কৃষ্ণসাগরের ওপর
দিয়ে বিমানটি চালিয়ে নেন। পাইলট ঠিক কোন
পথ বেছে নিয়েছিলেন সে সম্পর্কে তিনি কিছু
বলেননি।
posted from Bloggeroid
No comments:
Post a Comment