আজ হবে এক তুমুল লড়াই। বিশ্বকাপ ফুটবলের এই শেষ
প্রান্তে এসে যে সব দল মুখোমুখি হচ্ছে সেসব দলের
শক্তি ও সামর্থ প্রদর্শন থেকে কেওই পিছপা হবে না।
উভয় দলই চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত
রেখে সেমিনে ওঠা নিশ্চিত করা। এফ গ্রুপের
আর্জেন্টিনা ও এইচ গ্রুপের বেলজিয়াম আজ
কি করবে সেটি সময়ই বলে দেবে।
এখনকার এ খেলার বিজয়ী দল অপর খেলা রাত ২টার
সর্বশেষ কোয়ার্টার ফাইনালে কোষ্টারিকা ও
ন্যাদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে। তারপর
ফাইনালের হাতছানি। তবে বাংলাদেশের ব্যাপক সংখ্যক
দর্শক আজ প্রতীক্ষায় রয়েছেন আর্জেন্টিনার বিজয়
দেখার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
গ্রুপ-এফ
আর্জেন্টিনা:
নিকনেম: দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু
কোচ: আলেসান্দ্রো সাবেলা
অধিনায়ক: লিওনেল মেসি
সম্ভাব্য একাদশ:
লিওনেল মেসি, হিগুয়েন, সোর্হিয়ে রোমেরো,
পাবলো সাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এসকুয়েল
গারাই, মার্কোস রোহে, হাভিয়ের মাসচেরানো, ডি মারিয়া,
ফার্নান্দো গাগো, হিগুয়েন, সার্জিও আগুয়েরো।
গ্রুপ-এইচ
বেলজিয়াম:
নিকনেম: রেড ডেভিলস
অধিনায়ক: ভিনসেন্ট কোম্পানি
কোচ: মার্ক উইলমটস
সম্ভাব্য একাদশ:
থিবো কোর্তোয়া, টোবি অল্ডারডেইল্ড, ভিনসেন্ট
কম্পানি, অ্যাক্সেল উইটজেল, টমাস ভারমিলেন, ইয়ান
ভের্টনহেন, মারুয়ান ফেলাইনি, দ্রিস মের্টেনস, রোমেলু
লুকাকু, ইডেন হ্যাজার্ড, কেভিন ডে ব্রুইন।
প্রান্তে এসে যে সব দল মুখোমুখি হচ্ছে সেসব দলের
শক্তি ও সামর্থ প্রদর্শন থেকে কেওই পিছপা হবে না।
উভয় দলই চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত
রেখে সেমিনে ওঠা নিশ্চিত করা। এফ গ্রুপের
আর্জেন্টিনা ও এইচ গ্রুপের বেলজিয়াম আজ
কি করবে সেটি সময়ই বলে দেবে।
এখনকার এ খেলার বিজয়ী দল অপর খেলা রাত ২টার
সর্বশেষ কোয়ার্টার ফাইনালে কোষ্টারিকা ও
ন্যাদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে। তারপর
ফাইনালের হাতছানি। তবে বাংলাদেশের ব্যাপক সংখ্যক
দর্শক আজ প্রতীক্ষায় রয়েছেন আর্জেন্টিনার বিজয়
দেখার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
গ্রুপ-এফ
আর্জেন্টিনা:
নিকনেম: দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু
কোচ: আলেসান্দ্রো সাবেলা
অধিনায়ক: লিওনেল মেসি
সম্ভাব্য একাদশ:
লিওনেল মেসি, হিগুয়েন, সোর্হিয়ে রোমেরো,
পাবলো সাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এসকুয়েল
গারাই, মার্কোস রোহে, হাভিয়ের মাসচেরানো, ডি মারিয়া,
ফার্নান্দো গাগো, হিগুয়েন, সার্জিও আগুয়েরো।
গ্রুপ-এইচ
বেলজিয়াম:
নিকনেম: রেড ডেভিলস
অধিনায়ক: ভিনসেন্ট কোম্পানি
কোচ: মার্ক উইলমটস
সম্ভাব্য একাদশ:
থিবো কোর্তোয়া, টোবি অল্ডারডেইল্ড, ভিনসেন্ট
কম্পানি, অ্যাক্সেল উইটজেল, টমাস ভারমিলেন, ইয়ান
ভের্টনহেন, মারুয়ান ফেলাইনি, দ্রিস মের্টেনস, রোমেলু
লুকাকু, ইডেন হ্যাজার্ড, কেভিন ডে ব্রুইন।
posted from Bloggeroid
No comments:
Post a Comment