Headlines



gazitv2

w41j

gazitv

Monday, July 21, 2014

সেহরিতে যে ৭ টি খাবার একেবারেই খাবেন না

ডেস্ক : সুস্থ দেহে রোজা রাখতে চাইলে সেহরির
খাবারে কিছুটা নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়।
কেননা সেহরির খাবারের উপরেই নির্ভর করবে আপনার
সারাদিনের সুস্থতা। কিছু খাবার আমাদের
শারীরিকভাবে অনেক পুষ্টি প্রদান করে থাকে, আবার কিছু
খাবার আমরা মজাদার বলে খাচ্ছি। কিন্তু সেগুলোই
যে আমাদের প্রতিনিয়তই অসুস্থ করে তোলে,
রমজানে কষ্ট বাড়ায় সেটা অনেকেই জানি না। তাই
জেনে নিন এমন কয়েকটি খাবার
যেগুলো সেহরিতে খেলে রোজা রাখায় কষ্ট বাড়বে। এই
খাবারগুলো কখনই সেহরিতে খাবেন না।
১.ডিম :
ডিম অনেক পুষ্টিকর একটি খাবার যেটি শরীরে প্রয়োজনীয়
প্রোটিন, ভিটামিন পূরণ করে থাকে। কিন্তু রোজার রাতের
সেহরিতে এই ডিমের কোনো রান্না তরকারি একেবারে খাবেন
না। কেননা ডিম খেলে আপনার পেটে গ্যাস
তৈরি হতে পারে যা সারাদিনই ডিমের গন্ধযুক্ত ঢেকুরের
সৃষ্টি করবে। ফলে আপনি রোজা রেখে অস্বস্তি বোধ
করবেন। অসুস্থ হয়ে যাবেন। তাছাড়া হুট করে ব্লাড
প্রেসারও বেড়ে যেতে পারে।
২.ডাল :
আমাদের দেশে ভাটের সাথে ডাল থাকবেই। কিন্তু সেহরির
রাতে কখনই ডাল জাতীয় খাবার খাবেন না। বিশেষ
করে ডালভুনা, মুগ বা বুটের ডাল। খেতে চাইলে মসুর ডাল
পাতলা করে খান। কেননা ডাল খালি পেটে প্রচুর গ্যাস
তৈরি করে। ফলে আপনি সারাদিন পেটের ব্যথা অনুভব করবেন
এবং অসুস্থ হয়ে যাবেন।
৩.খিচুরি :
খিচুরি অত্যন্ত
গরম
একটি খাবার
যা শরীরকে গরম
করে তোলে।
অনেকের
আবার
পেটের
সমস্যাও
তৈরি করে।
তাই
সেহরির
রাতে কখনই
এই
গরম
খাবারটি খাবেন
না।
কেননা এটি আপনার
পেট
খারাপ
করে দিতে পারে এছাড়া অতিরিক্ত
গরমের
কারণে আপনি শারীরিকভাবে অসুস্থও
হয়ে যেতে পারেন।
৪.
তেলযুক্ত
খাবার :
সেহরিতে কখনই অধিক তেলযুক্ত কোনো খাবার খাবেন না।
পোলাও, বিরিয়ানি, ডালের বড়া বা অন্য
ভাজাভুজি এড়িয়ে চলুন। এতে বারবার গলা শুকিয়ে যাওয়া সহ
নানান ধরণের সমস্যা দেখা দেবে,
৫.লেবু :
খালিপেটে লেবু অত্যন্ত অ্যাসিডিটি করে। তাই
সেহরিতে লেবু খাবেন না। তা না হলে আপনার কষ্ট
করে রাখা রোজাটি মাকরুহ হয়ে যেতে পারে বাজে ধরনের
অ্যাসিডিটির কারণে।
৬.কোল্ড ড্রিংকস :
কোল্ড ড্রিংকস আসলে অতিরিক্ত চিনি আর
মিষ্টি ছাড়া কিছুই নয়। তাই সেহরিতে কখনই কোল্ড ড্রিংকস
খাবেন না। এতে করে অযথা শরীরের বাজে কিছু পদার্থ
ছাড়া আর কিছুই ঢোকানো হয় না। সারাদিন বাজে ধরনের
ঢেকুরে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। সাথে কোল্ড
ড্রিঙ্কস দেহকে পানিশুন্য করে ফেলে।
৭.ফাস্টফুড জাতীয় খাবার :
সেহরিতে খাওয়ার রুচি এমনিতেই সবারই কম থাকে। তাই
বলে কখনই ফাস্টফুড জাতীয় খাবার সেহরিতে খাবেন না।
এতে করে আপনার গ্যাসের
সমস্যা হবে এবং আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন।
হজমে গড়বর দেখা দিতে পারে।

posted from Bloggeroid

No comments: