ঢাকা: নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালেই
আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য
করেছেন বেলজিয়াম দলের লেফট-ব্যাক ইয়ান ভেরতোনহেন।
শনিবার রাতে আলেসান্দ্রো সাবেইয়ার শিষ্যদের কাছে ১-০
গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর প্রতিক্রিয়ায়
গোলডটকমের কাছে এ মন্তব্য করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইনদের কাছে এ হারেও লাতিন
আমেরিকান দলটির খেলায় কোচ মার্ক উইলমোটসের
মতো চমকের কিছু দেখছেন না ভেরতোনহেন।
তিনি বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্স ও
আবেগ-অনুভূতির ইতি পরবর্তী ম্যাচেই ঘটতে যাচ্ছে।
ভেরতোনহেন বলেন, আর্জেন্টিনা সেমিফাইনালেই বিদায়
হবে। আমি সত্যিই মনে করছি তারা এই খেলা দিয়ে ডাচদের
সঙ্গে পেরে উঠবে না।
তিনি আরও বলেন, নেদারল্যান্ডস অনেক শক্ত দল
এবং তারা অনেক ভালো খেলে। তারা সবসময় ঠাণ্ডা মাথায়
খেলে, যেটা আর্জেন্টিনাকে হারাতে সাহায্য করবে।
১৯৮৬ সালের পর বেলজিয়াম এবারের আসরে কোয়ার্টার
ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। শনিবার রাতে তাদের
সঙ্গে সেরা আটের লড়াইয়ে খেলে দীর্ঘ ২৪ বছর পর
সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
কোয়ার্টার থেকেই বিদায় নিলেও দলের খেলোয়াড়দের
অর্জনে নিজের গর্ববোধের কথা জানিয়েছেন ডাচ কোচ
উইলমোটস।
আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য
করেছেন বেলজিয়াম দলের লেফট-ব্যাক ইয়ান ভেরতোনহেন।
শনিবার রাতে আলেসান্দ্রো সাবেইয়ার শিষ্যদের কাছে ১-০
গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর প্রতিক্রিয়ায়
গোলডটকমের কাছে এ মন্তব্য করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইনদের কাছে এ হারেও লাতিন
আমেরিকান দলটির খেলায় কোচ মার্ক উইলমোটসের
মতো চমকের কিছু দেখছেন না ভেরতোনহেন।
তিনি বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্স ও
আবেগ-অনুভূতির ইতি পরবর্তী ম্যাচেই ঘটতে যাচ্ছে।
ভেরতোনহেন বলেন, আর্জেন্টিনা সেমিফাইনালেই বিদায়
হবে। আমি সত্যিই মনে করছি তারা এই খেলা দিয়ে ডাচদের
সঙ্গে পেরে উঠবে না।
তিনি আরও বলেন, নেদারল্যান্ডস অনেক শক্ত দল
এবং তারা অনেক ভালো খেলে। তারা সবসময় ঠাণ্ডা মাথায়
খেলে, যেটা আর্জেন্টিনাকে হারাতে সাহায্য করবে।
১৯৮৬ সালের পর বেলজিয়াম এবারের আসরে কোয়ার্টার
ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। শনিবার রাতে তাদের
সঙ্গে সেরা আটের লড়াইয়ে খেলে দীর্ঘ ২৪ বছর পর
সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
কোয়ার্টার থেকেই বিদায় নিলেও দলের খেলোয়াড়দের
অর্জনে নিজের গর্ববোধের কথা জানিয়েছেন ডাচ কোচ
উইলমোটস।
posted from Bloggeroid
No comments:
Post a Comment