Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, July 15, 2014

ঝেড়ে ফেলুন সব হতাশা, গবেষণা বলছে পাঁচ থেকে পঁচাত্তর, যেকোনো বয়সে পেতে পারেন চরম সাফল্য !

লাইফ স্টাইল ডেস্ক: জীবনে কে না সফল হতে চায়? তবে এ
জন্য আপনাকে সঠিক বয়স, সময় ও পরিস্থিতিতে সঠিক
পদক্ষেপ নিতে হবে। এ জন্য আমরা তাদের
জীবনী দেখতে পারি যারা ইতিমধ্যে এমন সফলকাম হয়েছেন।
যেকোনো বয়সে যে আপনি মহান কোনো উদ্যোগ
নিয়ে তাতে সফল হতে পারেন, তার পেছনে ৪৩টি উদাহরণ
জেনে নিন বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদনের
অনুবাদ থেকে ।
১. পাঁচ বছর বয়সে মোৎজার্ট কি-বোর্ড এবং বেহালা বাদক
হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতেন।
২. ছয় বছর বয়সে শার্লি টেম্পল ‘ব্রাইট আইস’-এ অভিনয়
করেন। এই শিশু শিল্পী তারকা খ্যাতি নিয়ে একজন
কূটনৈতিক হন।
৩. বারো বছর বয়সে অ্যানা ফ্রাঙ্ক তার যুদ্ধের
ডায়েরি লিখেছিলেন।
৪. তেরো বছর বয়সে ম্যাগনাস কার্লসেন দাবা খেলার
ইতিহাসে সবচেয়ে কম বয়সী গ্র্যান্ড মাস্টারের দ্বিতীয়
খেতাবধারী হন।
৫. চোদ্দ বছর বয়েসে অলিম্পিকে জিমন্যাস্ট
হিসেবে নাদিয়া কোমানিচি পূর্ণাঙ্গ পয়েন্ট অর্জন করেন।
৬. পনোরো বছর বয়েসে তেনজিন গায়াস্তো ১৪তম দালাই
লামা হিসেবে পরিচিতি পান।
৭. সতেরো বছর বয়েসে পেলে ব্রাজিলকে বিশ্বকাপ
এনে দেন।
৮. উনিশ বছর বয়সে এলভিস প্রিসলি একজন সুপারস্টার
হয়ে ওঠেন এবং ‘দ্য কিং’ খেতাব পান।
৯. বিশ বছর বয়সে বিটলস-এ প্রথম পারফর্ম করেন জন
লেলন।
১০. বাইশের কোঠায় জেসি ওয়েনস বার্লিন
অলিম্পিকে চারটি স্বর্ণ পদক পান।
১১. তেইশ বছর বয়সে বিথোফেন পিয়ানো বাদক
হিসেবে ‘আদর্শ’ বিবেচিত হন।
১২. চব্বিশ বছর বয়েসে আইজ্যাক নিউটন ক্লাসিক্যাল
গণিতের ভিত্তি গড়ে দেন ‘ফিলোসফি নেচারালিস
প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’ বইটি লিখে।
১৩. পঁচিশ বছর বয়সে রজার ব্যানিস্টার প্রথম চার
মিনিটে এক মাইল পাড়ির রেকর্ড ভাঙেন।
১৪. ছাব্বিশে আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত ‘থিওরি অব
রিলেটিভিটি’ লিখেন।
১৫. আঠাশ বছর বয়সে মাইকেল্যাঞ্জেলো তার ‘ডেভিড’
এবং ‘পিয়েতা’ ভাস্কর্য তৈরি করেন।
১৬. উনত্রিশের কোঠায় আলেক্সান্ডার দ্য গ্রেট প্রাচীন
বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী হন।
১৭. ত্রিশ বছর বয়সে জে কে রাওলিং ‘হ্যারি পটার অ্যান্ড
দ্য ফিলোসফারস স্টোন’-এর পাণ্ডুলিপি লিখা শেষ করেন।
১৮. একত্রিশের কোঠায় অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম
নারী হিসেবে আটলান্টিকের ওপর দিয়ে একা উড়ে যান।
১৯. বত্রিশে অপরাহ উইনফ্রে তার প্রথম টক শো শুরু
করেন।
২০. তেত্রিশের কোঠায় প্রথম নারী হিসেবে এডমুন্ড
হিলারি এভারেস্ট জয় করেন।
২১. চৌত্রিশে মার্টিন লুথার কিং জেআর ‘আই হ্যাভ আ
ড্রিম’ লিখেছিলেন।
২২. পঁয়ত্রিশ বছর বয়সে মারিও কুরি তার
স্বামী পিয়েরে কুরির সঙ্গে নোবেল জয় করেন।
২৩. ছত্রিশে ভিনসেন্ট ভ্যান গখ তার
সেরা ছবিটি এঁকে মারা যান।
২৪. আটত্রিশ বছর বয়সে নিল আর্মস্ট্রং প্রথম
চাঁদে পা রাখেন।
২৫. চল্লিশের কোঠায় মার্ক টোয়াইন লিখেন ‘দ্য
অ্যাডভেঞ্চারস অব টম সয়্যার’।
২৬. একচল্লিশে পা দিয়ে ক্রিস্টোফার কলম্বাস
আমেরিকাসের ভূমিতে পা রাখেন।
২৭. বেয়াল্লিশে রোজা পার্কস
কালো নারী হিসেবে বাসে নিজের
সিটটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।
২৮. তেতাল্লিশ বছরে জন এফ কেনেডি আমেরিকার ৩৫তম
প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২৯. পঁয়তাল্লিশে হেনরি ফোর্ড টি অটোমোবাইলের প্রথম
মডেল প্রস্তুত করেন।
৩০. ছিচল্লিশের কোঠায় সুজানে কলিন্স লিখেছিলেন ‘দ্য
হাঙ্গার গেমস’।
৩১. পঞ্চাশ বছর বয়সে চার্লস ডারউইন প্রকাশ করেন ‘দ্য
অরিজিন অব স্পেসিস’।
৩২. একান্ন বছর বয়সে লিওনার্দো দ্য ভিঞ্চি ‘মোনালিসা’
এঁকেছিলেন।
৩৩. বায়ান্নোতে আব্রাহাম লিঙ্কন আমেরিকার ১৬তম
প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৩৪. তিপ্পান্নতে রে ক্রক ম্যাকডোনাল্ডস ফ্রান্সাইজ
কিনে নেন।
৩৫. চুয়ান্নোতে থিওডর গেসেল ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’
লিখেছিলেন ড. সিউস নামে।
৩৬. পঞ্চান্নতে চেজলে সুলেনবার্গার ইউএস এয়ারওয়েজের
ফ্লাইট ১৫৪৯-এর কোনোরকম ক্ষতিগ্রস্ত না করে হাডসন
নদীতে অবতরণ করেন।
৩৭. একষট্টিতে কর্নেল হারল্যান্ড স্যান্ডারস প্রথম
ক্যান্টাকি ফ্রাইড চিকেন ফ্রান্সাইজকে অনুমোদন করেন।
৩৮. বাষট্টিতে জে আর আর টকিয়েন ‘দ্য লর্ড অব দ্য
রিংগস’ প্রকাশ করেন।
৩৯. উনসত্তরে রোনাল্ড রিগ্যান আমেরিকান ৪০তম
এবং সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
৪০. সত্তরের কোঠায় জ্যাক লালেনি হাতকড়া এবং শিকলবদ্ধ
অবস্থায় ৭০টি বাইচের নৌকা টেনে নিয়ে যান শক্ত বাতাস
এবং স্রোতের বিপরীতে।
৪১. পঁচাত্তরে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার
প্রেসিডেন্ট নির্বাচিত হন।


Posted via BN24Hour

No comments: