বরগুনা : বরগুনার পাথরঘাটায় একটি ইলিশ মাছ
বিক্রি হয়েছে রেকর্ড মূল্য ১২ হাজার টাকায়! মাছটির
ওজন ২ কেজি ৪০০ গ্রাম। সোমবার
সকালে পাথরঘাটা বিএফডিসি পাইকারী বাজারে বৃহৎ
আকারের ইলিশ মাছটির এ দাম ওঠে।
মাছটি কিনেছেন পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ড
কাউন্সিলর ও পাইকারী মাছ বাজারের আড়ত্দার
কামরুল হুদা মিরাজ। রবিবার দুপুরে পাথরঘাটার
বিশখালী নদীর নিদ্রা ছকিনা এলাকায় গনি মাঝির
খুটি জালে ধরা পরে মাছটি।
সোমবার মাছটি পাথরঘাটার রাজু ফিস আড়ত্দার
খলিলুর রহমান
বিএফডিসি পাইকারী বাজারে নিয়ে আসে।
পরে ৪৮ জন পাইকার মাছটি কিনতে দাম
হাঁকতে থাকেন এবং ১১ হাজার তিনশ ষাট টাকায়
মাছটি বিক্রি হয়। টোল (খাজনা) আড়ত্দারী ও
সমিতি চাঁদাসহ মাছটির মোট দাম পড়ে ১২ হাজার
টাকা।
পাথরঘাটা পাইকার সমিতির সভাপতি শাফায়েত হোসেন
বলেন, গত ১০ বছরের মধ্যে এত বড় মাছ এ
বাজারে আর দেখা যায়নি।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম
মোস্তফা চৌধুরী জানান,
বাজারে বর্তমানে ভালো গ্রেডের মাছ ২৮ থেকে ৩০
হাজার টাকা মণ দরে পাইকারী বিক্রি হয়। অথচ ওই
মাছটি বিক্রি হলো আট গুণ বেশি মূল্যে অর্থাৎ
আড়াই লাখ টাকা মণ দরে।
বিক্রি হয়েছে রেকর্ড মূল্য ১২ হাজার টাকায়! মাছটির
ওজন ২ কেজি ৪০০ গ্রাম। সোমবার
সকালে পাথরঘাটা বিএফডিসি পাইকারী বাজারে বৃহৎ
আকারের ইলিশ মাছটির এ দাম ওঠে।
মাছটি কিনেছেন পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ড
কাউন্সিলর ও পাইকারী মাছ বাজারের আড়ত্দার
কামরুল হুদা মিরাজ। রবিবার দুপুরে পাথরঘাটার
বিশখালী নদীর নিদ্রা ছকিনা এলাকায় গনি মাঝির
খুটি জালে ধরা পরে মাছটি।
সোমবার মাছটি পাথরঘাটার রাজু ফিস আড়ত্দার
খলিলুর রহমান
বিএফডিসি পাইকারী বাজারে নিয়ে আসে।
পরে ৪৮ জন পাইকার মাছটি কিনতে দাম
হাঁকতে থাকেন এবং ১১ হাজার তিনশ ষাট টাকায়
মাছটি বিক্রি হয়। টোল (খাজনা) আড়ত্দারী ও
সমিতি চাঁদাসহ মাছটির মোট দাম পড়ে ১২ হাজার
টাকা।
পাথরঘাটা পাইকার সমিতির সভাপতি শাফায়েত হোসেন
বলেন, গত ১০ বছরের মধ্যে এত বড় মাছ এ
বাজারে আর দেখা যায়নি।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম
মোস্তফা চৌধুরী জানান,
বাজারে বর্তমানে ভালো গ্রেডের মাছ ২৮ থেকে ৩০
হাজার টাকা মণ দরে পাইকারী বিক্রি হয়। অথচ ওই
মাছটি বিক্রি হলো আট গুণ বেশি মূল্যে অর্থাৎ
আড়াই লাখ টাকা মণ দরে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment