চাঁদপুর: চাঁদপুরে নৌকা থেকে চলন্ত
লঞ্চে উঠতে গিয়ে অপর একটি লঞ্চের ধাক্কায়
ফাহিমা বেগম নামের নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই
শিশু সহ আহত হয়েছেন আরো ছয়জন।
রোববার দুপুর ১২টার দিকে চাঁদপুর বিকল্প নৌ-টার্মিনাল
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর
সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফাহিমা বেগম শরীয়তপুর জেলার কোদাল পুর গ্রামের
দেলোয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঘাট
থেকে যাত্রীবাহী এমভি রাসেল-৩ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।
এসময় নৌকায় করে যাত্রীরা ওই লঞ্চে উঠার চেষ্টা করেন।
এসময় বিপরীত পাশ থেকে এমভি রফরফ
এলে এমভি রাসেল লঞ্চটি নৌকাসহ রফরফের
সঙ্গে চাপা দিলে ঘটনাস্থলেই ফাহিমা বেগম মারা যান। আর
আহত হন দুই শিশুসহ আরো ছয় যাত্রী।
লঞ্চে উঠতে গিয়ে অপর একটি লঞ্চের ধাক্কায়
ফাহিমা বেগম নামের নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই
শিশু সহ আহত হয়েছেন আরো ছয়জন।
রোববার দুপুর ১২টার দিকে চাঁদপুর বিকল্প নৌ-টার্মিনাল
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর
সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফাহিমা বেগম শরীয়তপুর জেলার কোদাল পুর গ্রামের
দেলোয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঘাট
থেকে যাত্রীবাহী এমভি রাসেল-৩ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।
এসময় নৌকায় করে যাত্রীরা ওই লঞ্চে উঠার চেষ্টা করেন।
এসময় বিপরীত পাশ থেকে এমভি রফরফ
এলে এমভি রাসেল লঞ্চটি নৌকাসহ রফরফের
সঙ্গে চাপা দিলে ঘটনাস্থলেই ফাহিমা বেগম মারা যান। আর
আহত হন দুই শিশুসহ আরো ছয় যাত্রী।
posted from Bloggeroid
No comments:
Post a Comment