Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, August 24, 2014

যে সৈকতে সেলফি নিষিদ্ধ

ঢাকা: সমুদ্র সৈকতে গেছেন আর
সেলফি তুলে তা ভারচ্যুয়াল বন্ধুদের
জানাবেন না, তা কি হয়? কেমন
স্যুইমিং ড্রেস পরেছেন,
সৈকতে বসে কি কি খাওয়া-দাওয়া করছেন
তা তো বন্ধুদের জানাতেই হবে। কিন্তু বিচ
কর্তৃপক্ষ নিষিদ্ধ করলো সেলফি তোলা।
তবে চিন্তার কিছু নেই,
সেটি বাংলাদেশে নয়। দক্ষিণ ফ্রান্সের
অভিজাত সমুদ্র সৈকত লা-গারোপে এই
বাধা।
এতো কড়াকড়ি কারণটা আর কিছুই নয়,
সেলফি তুলতে গিয়ে যেনো সৈকতের সৌন্দর্য উপভোগ
করা থেকে ভ্রমণকারীরা বাদ না পরেন
তার জন্যই এ ব্যবস্থা!
সেখানে সেলফিকে স্থানীয় ভাষায়
বলা হয় ‘ব্রাগিস’। একটি ফোন সংস্থার
সহায়তায় সৈকতকে ইতোমধ্যে ‘নো ব্রাগিস
জোন’ ঘোষণা করা হয়েছে। এরপর
থেকে বিচে একেবারেই নিষিদ্ধ করে দেয়া হয়
সেলফি। শুধু তাই নয়, বিষয়টি দেখবাল
করার জন্য সমুদ্র সৈকতে নিয়মিত পুলিশ টহল
থাকে। তাই লুকিয়েও কেউ আর
সেলফি তুলতে পারেন না। কেউ যদি নিয়ম
ভাঙেন তাহলে হাতেনাতে ধরা খেতেই হবে।

posted from Bloggeroid

No comments: