এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির
আত্মহত্যা চেষ্টার খবরে বেশ উদ্বিগ্ন হাবিব ওয়াহিদ।
তার হাত ধরেই ন্যান্সির মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল।
অডিও ও চলচ্চিত্রে হাবিব-ন্যান্সি জুটির অনেক জনপ্রিয়
গান রয়েছে। ন্যান্সির বর্তমান অবস্থা সম্পর্কে হাবিব
ওয়াহিদ বলেন, ‘ন্যান্সি আমাদের সঙ্গীতাঙ্গনের অনেক
বড় সম্পদ। সে কেন এ ধরনের পাগলামি করল
আমি বুঝতে পারছি না। মানুষকে জীবনে অনেক
অনাকাক্সিক্ষত ঘটনার সম্মুখীন হতে হয়। তাই
বলে আত্মহত্যার চেষ্টা করার কোনো মানে হয় না।
আশা করছি ন্যান্সি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক
জীবনে ফিরে আসবে। আবার গান-বাজনা নিয়ে দর্শক
মাতাবে।’ গত ১৬ আগস্ট রাতে নেত্রকোনায়
পিত্রালয়ে ন্যান্সি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ
খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায়
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান
থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
১৭ আগস্ট রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ন্যান্সিকে নিয়ে আসা হয়।
পরে তাকে রাজধানীর বিশেষায়িত ল্যাবএইড
হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
বর্তমানে তিনি ওখানে ডাক্তারদের গভীর
তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আত্মহত্যা চেষ্টার খবরে বেশ উদ্বিগ্ন হাবিব ওয়াহিদ।
তার হাত ধরেই ন্যান্সির মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল।
অডিও ও চলচ্চিত্রে হাবিব-ন্যান্সি জুটির অনেক জনপ্রিয়
গান রয়েছে। ন্যান্সির বর্তমান অবস্থা সম্পর্কে হাবিব
ওয়াহিদ বলেন, ‘ন্যান্সি আমাদের সঙ্গীতাঙ্গনের অনেক
বড় সম্পদ। সে কেন এ ধরনের পাগলামি করল
আমি বুঝতে পারছি না। মানুষকে জীবনে অনেক
অনাকাক্সিক্ষত ঘটনার সম্মুখীন হতে হয়। তাই
বলে আত্মহত্যার চেষ্টা করার কোনো মানে হয় না।
আশা করছি ন্যান্সি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক
জীবনে ফিরে আসবে। আবার গান-বাজনা নিয়ে দর্শক
মাতাবে।’ গত ১৬ আগস্ট রাতে নেত্রকোনায়
পিত্রালয়ে ন্যান্সি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ
খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায়
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান
থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
১৭ আগস্ট রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ন্যান্সিকে নিয়ে আসা হয়।
পরে তাকে রাজধানীর বিশেষায়িত ল্যাবএইড
হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
বর্তমানে তিনি ওখানে ডাক্তারদের গভীর
তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
posted from Bloggeroid
No comments:
Post a Comment