Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, August 3, 2014

বিয়ে নিয়ে বিপদে তিশা!

বিনোদন ডেস্ক: বড় ধরনের বিপদে পড়েছেন
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিপদ তার
বিয়ে নিয়ে। যদিও এখন বিয়ে করতে রাজি নন
তিনি। তারপরও তিশাকে বিয়ে দেবেই তার
পরিবার। আপনারা নিশ্চই ভাবছেন তিশার
তো বিয়ে হয়ে গিয়েছে, তাই না?
আসলে এবারের ঈদে ‘বিপত্তি’ নামক এক
টেলিছবিতে এমনই
পরিস্থিতিতে দেখা যাবে অভিনেত্রী তিশাকে।
এ টেলিছবিতে তিশাকে দেখতে আসে পাত্রপক্ষ।
কিন্তু বিয়েতে তিনি রাজি নন। তাই
পাত্রপক্ষকে নানারকম ভয়ভীতি দেখান তিনি।
বেশিরভাগ নাটকে সিরিয়াস চরিত্রে অভিনয়
করতে দেখা যায় তিশাকে। তবে এবার ‘বিপত্তি’
টেলিছবিতে একটু ভিন্নধারার কমেডি ধাঁচের
চরিত্রেই তাকে দর্শকরা দেখতে পাবেন।
‘বিপত্তি’ টেলিছবিতে তিশার বিপরীতে অভিনয়
করেছেনে আফরান নিশো। মিশু (নিশো) ও
বন্যা (তিশা) দু’জনের
অনেকটা কাকতালীয়ভাবে দেখা হয়
একটি ম্যাগাজিনের দোকানে।
সেখানে একটি পত্রিকা কেনা নিয়ে তাদের
মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জায়গায়
তাদের হঠাৎ করে দেখা হয়।
একপর্যায়ে ফেসবুকে মিশু ‘টম’ আর বন্যা ‘জেরি’
নামে নতুন কাহিনীর সূত্রপাত ঘটায়। এভাবেই
হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এ
টেলিছবিটির কাহিনী এগিয়ে যায়।
মাহবুব
বাপ্পির
কাহিনী ও
চিত্রনাট্য
নিয়ে এ
নাটকটি পরিচালনা করেছেন
ইভান
রেহান।
তিশা-
নিশো ছাড়া এতে আরও
অভিনয়
করেছেন
জয়ন্ত
চট্টোপাধ্যায়,
মনিরা মিঠু,
শামিম,
মানিক, জিসান, মাহবুব বাপ্পি, ফারিয়া প্রমুখ।
টেলিছবিটি এবারের ঈদে ষষ্ঠ দিন রবিবার
চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে।

posted from Bloggeroid

No comments: