Headlines



gazitv2

w41j

gazitv

Monday, August 11, 2014

মাফিয়া কাজল!

রোমান্টিক ছবির নায়িকা হিসেবে খ্যাতি তার।
তবে চার বছর পর বলিউড অভিনেত্রী কাজল
ফিরছেন মাফিয়া মা হিসেবে। জানাচ্ছেন
আফিফা মোর্শেদকাজল মানেই স্পেশাল কিছু। নিজের
ক্যারিয়ারজুড়েই সেই স্পেশালিটি বিলিয়েছেন
বলিউড ছবির ভক্তদের মধ্যে। এবারো তার
ব্যতিক্রম হচ্ছে না। স্পেশাল চরিত্রের
মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন এই
অভিনেত্রী।
২০১০ সালে মুক্তি পাওয়া উই আর
ফ্যামিলি সিনেমায় শেষ দেখা গিয়েছিল তাকে।
এরপর বড় পর্দায় চার বছরের অনুপস্থিতি।
শোনা যাচ্ছে, শিগগিরই কাজল ফিরছেন, তবে নতুন
এক অবতারে।
শেষ ছবিতে ক্যান্সারের সাথে লড়তে থাকা এক
মায়ের ভূমিকায় অভিনয় করা কাজলের প্রত্যাবর্তন
ঘটবে একজন মাফিয়া মা হিসেবে। ছবির গল্প
নেয়া হচ্ছে ডাচ টিভি সিরিজ পেনোজা থেকে,
যেটি অবলম্বনে নির্মিত হয়েছে মার্কিন
টিভি সিরিজ রেড উইডো।পেনোজার কাহিনী গড়ে উঠেছে কারমেন নামের এক
বিধবাকে নিয়ে। তার স্বামী ছিলেন একজন
মাফিয়া ডন, যাকে হত্যা করা হয়। এরপর তিন
সন্তানের সুরা এবং স্বামী হত্যার প্রতিশোধ
নিতে কারমেন নিজেই প্রবেশ করেন অপরাধ জগতে।
ছবিটি অজয় দেবগনের
সাথে যৌথভাবে প্রযোজনা করবেন দীপক ধর।
খবরটি নিশ্চিত করে দীপক ভারতীয়
গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমরা পেনোজার
কাহিনী নিয়ে একটি ছবি বানাচ্ছি।
এটি পরিচালনা করবেন রাম মাধভানি।’
রাম মাধভানি একজন বিজ্ঞাপন নির্মাতা। ২০০২
সালে ইংরেজি ভাষায় তিনি নির্মাণ করেন
সিনেমা লেটস টক।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অপরাধবিষয়ক
একটি সিরিজের মাধ্যমে ছোট পর্দায় কাজলের
অভিষেক ঘটতে যাচ্ছে। ড্যানিশ টিভি সিরিজ
ফরব্রাইডেলসেন-এর কাহিনী অবলম্বনে নির্মিত
হওয়ার কথা ছিল সেই সিরিজটি। যুক্তরাষ্ট্রে এই
টিভি সিরিজটি দি কিলিং নামে নির্মিত হয়েছে,
যেখানে একজন
নারী গোয়েন্দাকে দেখা গেছে কেন্দ্রীয়
চরিত্রে।
চার বছর পর কাজলের ফেরার এই
সিনেমা হবে বড়মাপের কিছু। আর তাই বেশ সময়
নিচ্ছেন নির্মাতারা। সাম্প্রতিক
সময়ে বলিউডে নারীকেন্দ্রিক ছবি বেশ
জনপ্রিয়তা পাচ্ছে। বেশ কিছু সিনেমায় নারীদের
অ্যাকশনধর্মী চরিত্রেও দেখা যাচ্ছে। মুক্তির
অপোয় থাকামারদানি সিনেমায় প্রথমবারের
মতো একজন নারী পুলিশ কর্মকর্তার
চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে।
২০১০ সালে উই আর ফ্যামিলি সিনেমায় অভিনয়
করার সময় গর্ভবতী ছিলেন কাজল। একই বছর
সেপ্টেম্বরে ছেলে ইউগের জন্মের পর
সিনেমা থেকে বিরতি নেন তিনি। ইউগ ছাড়াও
কাজল-অজয় দম্পতির রয়েছে একটি মেয়ে, যার নাম
নাইসা।
সাফল্যের বিচারে বলিউডের রোমান্টিক ছবির
লিস্ট করা হলে কাজল অভিনীত অনেক ছবিই
লিস্টের ওপরের দিকে স্থান পাবে। তবে এবার
রোমান্টিক ঘরানার অনেক বাইরের
চরিত্রে তিনি কতটা সাফল্য পান, তা দেখার
বিষয়।
তথ্যসূত্র : ওয়েবসাইট

posted from Bloggeroid

No comments: