Headlines



gazitv2

w41j

gazitv

Monday, October 27, 2014

‘প্লিজ! তাইজুলকে নিয়ে বেশি লিখবেন না’

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের
স্পিনাররা বরাবরই দাপট দেখিয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার
ও স্পিনার সাকিবের সঙ্গে নতুন করে যোগ হলেন নতুন স্পিন
জাদুকর তাইজুলের নাম। যার বিষাক্ত স্পিনে নীল
হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। সঙ্গে ব্যাট হাদে দারুণ
নৈপুণ্যে ঢাকা টেস্টে তৃতীয় দিনেই তিন উইকেটে জয়
তুলে নিল বাংলাদেশ। তরুণ এই স্পিনারের জন্য সাংবাদিকদের
অনুরোধ জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
এমন কী সমস্যা যে সংবাদ
সম্মেলনে এসে অধিনায়ককে অনুরোধ জানাতে হবে? মুশফিক
ব্যাখ্যা করেছেন সেটা। জানালেন, ‘তাইজুলের আগে আরও
অনেকেই এমন পারফরম্যান্স দেখিয়েছে। সে তো মাত্র শুরু
করেছে। তাই এখনই ওকে (তাইজুলকে) নিয়ে বেশি কিছু
লিখবেন না, যাতে ও নিজেকে বড় কিছু না ভাবে। শুরুর আগেই
বড় কিছু ভাবলে ওর ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে।
আমি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আপনাদের
কাছে (সাংবাদিকদের) অনুরোধ জানাচ্ছি।’
বল এবং ব্যাট হাতে অসাধারণ পারফর্মার তাইজুল
কে নিয়ে মুশফিক বলেন, ‘বাংলাদেশ সব সময়ই স্পিন নির্ভর
একটি দল। প্রথম ইনিংসে সাকিব ভালো করেছে। দ্বিতীয়
ইনিংসে তাইজুল। দলে আরও পারফরমার থাকলে আমরা আরও
বেশি শক্তিশালী হব।
তাইজুলকে নিয়ে আমি খুশি এবং আশাবাদি। তবে আমি বলবো,
তার আগে অনেকেই এমন পারফরম্যান্স দেখিয়েছিলেন।
তাইজুল তাদের মতোই একজন।’
উল্লেখ্য’ সোমবার মিরপুরে ১৬.৫ ওভার বল করে ৩৯
রানে আট উইকেট নিয়েছেন। যা বাংলাদেশের হয়ে টেস্ট
ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিং। সাকিব আল হাসানের
৩৬ রানে ৭ উইকেটের রেকর্ড ভাঙলেন তিনি। আর ব্যাট
হাতে অপরাজিত ছিলেন ২৩ বলে ১৫ রানে। বাউন্ডারি মেরেই
বাংলাদেশকে ১৮ মাস পর টেস্টে জয় এনে দিলেন তাইজুল।’

No comments: