Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 12, 2014

ভয়াবহ দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট সহ নয়জন নিহত, গুরুতর আহত ৩৫

কুমিল্লা প্রতিনিধি,কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত
এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া বাসের
চাপায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে। এ
ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার
নালবাগ এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায়
বাসচাপায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে।
আজ রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
উপজেলার মিয়াবাজার এলাকার টাইমস স্কয়ার
নামে একটি হোটেলের সামনে এ ভয়াবহ
দুর্ঘটনা ঘটে।
স্থানিয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, আহতদের
চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন
হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা যাচ্ছে নিহতদের মধ্যে চারজন
বাসযাত্রী এবং অপর দুজন ট্রাকের চালক ও
হেলপার। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের
নাম জানা যায়নি। নিহতদের লাশ ও
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার
শেষে ফাঁড়িতে আনা হয়েছে বলে জানা গেছে ।
নোয়াবাজার মহাসড়ক পুলিশের ইনচার্জ মো.
শাহাবুদ্দিন জানান, নিহত ৫ পুূরুষের মধ্যে বাস ও
ট্রাকের চালক রয়েছেন। আহতদের
মধ্যে রাঙামাটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট
আনোয়ার হোসেন, একজন সেনাসদস্য এবং একজন
বিজিবি সদস্য রয়েছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার
মিয়াবাজার এলাকার টাইমস স্কয়ার হোটেলের
সামনে রবিবার ভোর সাড়ে ৫টার
দিকে ঢাকাগামী বাঁশবাহী একটি ট্রাকের
সাথে গাইবান্ধা থেকে চট্টগ্রামগামী শিকদার
পরিবহনের একটি যাত্রীবাহী বাসের
মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ওই বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে সাতজন ও চৌদ্দগ্রাম সদর
হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হয়।
আহত হয় কমপক্ষে ৩০ জন।

No comments: