Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, October 29, 2014

শ্রীলংকায় ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১৫০, নিহত ৩

শ্রীলংকায় ভয়াবহ ভূমি ধসের ঘটনায়
তিনজন লোক নিহত এবং ১৫০ জন লোক নিখোঁজ
রয়েছে। বুধবার
সকালে রাজধানী কলম্বো থেকে ২০০
কিলোমিটার দূরের বাধুললায় এ ঘটনা ঘটে।
দেশটির দূর্যোগব্যবস্থাপনা সূত্র ভূমি ধসের
তথ্য নিশ্চিত করেছে। সরকারি সূত্র জানায়,
ভারী বৃষ্টিপাতের কারণে বাধুললা জেলায়
অর্ধশতাধিক বাড়ি-ঘর ধসে গেছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের
পাঠানো হয়েছে। নিখোঁজদের
উদ্ধারে অভিযান চলছে।
শ্রীলংকার
দূর্যোগব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দা আমারাও
‘‘ভূমি ধসে ৭০টি বাড়ি ও ১০ দোকান
ধসে গেছে।’’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,
ভারী বৃষ্টিপাতের কারণে জেলার অনেক
প্রধান সড়কও ধসে গেছে। ভূমি ধসের শিকার
এক মহিলা স্থানীয় সংবাদ
মাধ্যমকে জানান, ‘‘আমি ধ্বংসস্তূপের ভিতর
ছিলাম, সেখান থেকে কিছু লোক আমাকে বের
করে এনেছে। আমার মা ও
চাচী মারা গেছেন।’’

No comments: