Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 28, 2014

খালেদাকে সাহস থাকলে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়াকে সাহস থাকলে বিচারের
মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন
আওয়ামী লীগ
সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদীয় কমিটির
বৈঠকে আগে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ
ক্ষমতায় এলে দেশের মানুষ সেবা পায়।
অন্য সময় বিএনপি ক্ষমতায় এলে চুরি, ডাকাতি-
ছিনতাই, দুর্নীতি ও লুটতরাজ শুরু হয়।
উনি (খালেদা জিয়া) এতিমের
টাকা মেরে দিয়ে দুর্নীতি নিয়ে বড় বড়
কথা বলেন। কথায় আছে না চোরের
মায়ের বড় গলা।
শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধেও
কেয়ারটেকার সরকারের সময়
এবং বিএনপি আমলে ১৫/১৬টি মামলা ছিল। এসব
মামলা সাহসের সঙ্গে মুভ করেছি।’
তিনি আরো বলেন, এবারের সার্ক শীর্ষ
সন্মেলন অত্যন্ত সফল হয়েছে কারণ এবার
সার্ক সন্মেলনে সব দেশের সরকার ছিল
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
সরকার।
প্রধানমন্ত্রী নেপালের আতিথেয়তার
প্রশংসা এবং মুক্তিযুদ্ধের সময় সহায়তার
কথা স্মরণ করেন। এরপর
আওয়ামী লীগের নির্ধারিত বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত
আছেন।

No comments: