Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 28, 2014

পাঁচ সিরিজের চতুর্থ ওয়ানডেতেও জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক : পাঁচ সিরিজের চতুর্থ
ওয়ানডেতেও জয় পেয়েছে টাইগারার।
বাংলাদেশের দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট
করতে নেমে জিম্বাবুয়ে ৫০ ওভারে রান
করে ২৩৫। ফলে টাইগাররা ২১ রানে জয় পায়।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট
করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬
রান করে বাংলাদেশ।ম্যান অব দ্যা ম্যাচ মাহমুদউল্লাহ
রিয়াদ।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের শেষ
বলে মাদজিভার বলে এলবিডব্লিউর শিকার
হয়ে ফিরে যান এনামুল হক বিজয় (৫)। মায়ারের
করা একাদশ ওভারের তৃতীয়
বলে উড়িয়ে মারতে গিয়ে মাসাকাদজার
হাতে তালুবন্দি হন তামিম (১৬)। ১২তম ওভারের
প্রথম বলেই মাদজিভার দ্বিতীয় শিকারে পরিণত হন
ইমরুল কায়েস(৫)। দলীয় ৩২ রানের মাথায়
মায়ারের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান (১)।
এরপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে মুশফিক ১৩৪
রানের মূল্যবান রান সংগ্রহ করেন। কিন্তু ব্যক্তিগত
৭৭ রানে কামুনগোজির বলে চিগুম্বুরার হাতে ক্যাচ
দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক (৭৭)। কিন্তু
শেষ বল পর্যন্ত ৮২ রান নিয়ে অপরাজিত থাকেন
মাহমুদউল্লাহ। ৩৯.৪ ওভারে সাব্বির রহমান (৪) ও
৪০.২ ওভারে আবুল হোসেনও (১) আউট হন।
শেষ দিকে মাশরাফি আউট হলেও বাংলাদেশ আড়াই
শতাধিক রানের সংগ্রহ পায়।
জিম্বাবুয়ের হয়ে ৩ টি করে উইকেট নেন
নেভিল মাদজিভা ও সলোমান মায়ার। ২টি উইকেট
দখলে নেন কামুনগোজি।
এদিন ব্যাট হাতে তেমন
ভালো করতে পারেননি সাকিব আল হাসান। কিন্তু বল
হাতে সেটি পুষিয়ে দেন তিনি। জিম্বাবুয়ের
শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব।
সফরকারীদের ৪৮ রানের মাথায়
ভুসিমুজি সিবান্দাকে (১৭) সাজঘরে ফেরান
বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবের দ্বিতীয় শিকার হ্যামিলটন মাসাকাদজা।
ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাকিবের
বলে সরাসরি বোল্ড হন জিম্বাবুয়ের এই
ওপেনার। সাকিবের পর উইকেট শিকারের
মিশনে নামেন জুবায়ের হোসেন লিখনও।
মারুমাকে (৬) বোল্ড করে প্যাভিলিয়নের পথ
দেখান তিনি।
দীর্ঘ অপেক্ষার পর জিম্বাবুয়ের ১৬৬ রানের
মাথায় মায়ারকেও সাজঘরে ফেরান জুবায়ের।
বিদায়ের আগে ৫৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫২
রান করেন মায়ার।
মায়ারের পর বিদায় নেন ব্রেন্ডন টেলরও।
ব্যক্তিগত ৬৩ রানের মাথায় পেসার রুবেলের
শিকার হন তিনি। জিম্বাবুয়ের অধিনায়ক এলটন
চিগুম্বুরাকে (৪) সাজঘরে ফেরান বাংলাদেশের
অধিনায়ক মাশরাফি।

No comments: