Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, April 26, 2015

ফের ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্কে নগরবাসী

ফের ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্কে নগরবাসী

রবিবার এপ্রিল ২৬, ২০১৫, ০১:২২ পিএম.

ফের ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্কে নগরবাসী
বিডিলাইভ রিপোর্ট: আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ। আজ রোববার দুপুর ১টা ১২ মিনিটে ঝাঁকুনি অনুভূত হয় রাজধানীতে। দেশের বিভিন্ন স্থান থেকেও আসছে একই ধরনের কম্পন অনুভূত হওয়ার খবর। এবারের ভূমিকম্প টানা ১০-১৫ সেকেন্ড ধরে অনুভূত হয়।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো ৬.৭।

নেপালে কুদারির ৩১ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভূমি থেকে ১৭ কিলো মিটার গভীরে।

এর আগে শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপে গোটা দেশ। একই সময়ে ভূমিকম্পে নেপাল ও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালেই প্রাণহানি ঘটে ২০০০ জনেরও বেশি।

No comments: