Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label না করে মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায়. Show all posts
Showing posts with label না করে মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায়. Show all posts

Tuesday, September 23, 2014

কয়েল-এরোসল ব্যবহার

্ ডেস্ক ॥ গরম কাল এলেই মশার উৎপাত
বেড়ে যায়, মশা সেই প্রাণী যে কিনা অতি ক্ষুদ্র হলেও
মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে ছড়ায়
বিভিন্ন রোগ। চলুন জেনে নেয়া যাক কয়েল
ক্লিংবা এরোসল ব্যবহার না করেই
কিভাবে আপনি মশা তাড়াতে পারবেন।
মশার কামড় থেকে হয় ম্যালেরিয়া বা ডেঙ্গুর মত
মারাত্মক রোগ। এসব রোগে একজন মানুষের মৃত্যু
হতে পারে। অতএব মশাকে হেলাফেলা করে দেখা উচিৎ
নয়। মশার কামড় ছাড়াও মশা আমাদের ঘুমের ব্যাঘাত
ঘটায়। আমরা সাধারণত মশারি, কয়েল, এরোসল
ইত্যাদি দিয়ে মশা থেকে নিজেদের রক্ষা করার
চেষ্টা করি। তবে কয়েল কিংবা এরোসল মশা তাড়ালেও
আমাদের স্বাস্থ্য এতে চরম ভাবে ক্ষতি হয়।
এছাড়া রয়েছে আর্থিক বিষয়। চলুন জেনে নিই
কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে পারি।
১) মোশা তাড়াতে ফ্যান এর ব্যবহার
মশা এবং ফ্যান একে অপরের বিপরীত।
মশা পাখা এবং ফ্যানের পাখা উভয়ই বাতাস দেয়।
তবে মশার থেকে ফ্যানের বাতাস অনেক
বেশি হওয়াতে মশা ফ্যানের বাতাসের
সাথে নিজেকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেনা।
এতে করে মশাকে ফ্যানের পাখা বিভিন্ন
দিকে চিটকে ফেলে। মশা এতে আপনার কানের কাছে খুব
কম উপদ্রপ করতে পারে।
২) মশাদের গরম প্রিয়
মশারা সেখানেই যাবে যেখানে একটু গুমোট এবং গরম
আবহাওয়া। অতএব ঘর শীতল রাখার চেষ্টা করুন। আপনার
ঘর যদি শীতল থাকে তবে নিশ্চিত থাকতে পারেন মশার
উৎপাত অনেকটাই কমে যাবে।
৩) ফারফিউম সুগন্ধি ব্যবহার
মশারা সুগন্ধি থেকে দূরে থাকে।
সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি,
কিংবা লোসন মেখে শুতে পারেন। নিশ্চিত করে বলা যায়
এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে।
৪) মশাদের আকৃষ্ট করে এমন রঙ পরিহার
মশাদের ভিজুয়াল শক্তি রয়েছে। এরা কিছু রঙের
প্রতি বিশেষ আকর্ষী, ফলে আপনাকে এসব রঙ পরিহার
করতে হবে। মশারা সাধারণত কালো, নীল আর লাল এই
তিন রঙ খুব পছন্দ করে। আপনি রাতে ঘুমাতে গেলে এই
তিন রঙ পরিহার করে চলুন।
৫) লেমন গ্রাস
লেমন গ্রাস একধরণের উদ্ভিদ, এসব উদ্ভিদ থেকে
সাইট্রোনেলা অয়েল নামের একধরনের শক্তিশালী সুগন্ধ
নির্গত হয়। এই সুগন্ধ মশাদের জম। মশারা লেমন গ্রাস
সব সময় এড়িয়ে চলে। অতএব বাড়িতে লেমন গ্রাস লাগান
এবং মশা থেকে দূরে থাকুন।
৬) বাড়িতে পানি জমতে না দেয়া
মশাদের বংশবিস্তারের জন্য প্রধান উপাদান হচ্ছে স্থির
পানি। অতএব, আপনার বাড়ির আশেপাশে কথাও
পানি জমে আছে কিনা দেখুন। পানি জমতে দিবেন না।
আশেপাশে স্থির পানি না থাকলে ধরেই নিতে পারেন মশার
বংশবিস্তার অনেকটাই হ্রাস পাবে।
৭) রসুনের স্প্রে
আপনার যদি রসুনে সংক্রামণ না থাকে তবে ৫ ভাগ পানির
সাথে এক ভাগ রসুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড
করে তা শরীরে কিংবা ঘরে স্প্রে করতে পারেন,
এতে মশার উৎপাত কমে যাবে।
আজ এটুকুই সামনে আমরা আরও প্রাকৃতিক সব টিপস
নিয়ে হাজির হব আপনাদের জন্য, সে পর্যন্ত চোখ রাখুন
দি ঢাকা টাইমসে।