লাক্স চ্যানেল আই সুপারস্টার
প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায়
যাত্রা শুরুর পর একাধিক নাটকে অভিনয়
করেছেন মৌসুমী হামিদ। তবে দুই বাংলার
যৌথ প্রযোজনার ধারাবাহিক
‘রোশনি’তে অভিনয় করে সর্বাধিক আলোচনায়
আসেন তিনি। এখানে দুর্দান্ত
অভিনয়শৈলী দেখিয়ে বিভিন্ন পরিচালকেরও
নজর কাড়তে সক্ষম হন মৌসুমী। এর পর
রেদওয়ান রনির ‘রেডিও চকোলেট
রিলোডেড’সহ একাধিক নাটকে তার অভিনয়
দর্শকনন্দিত হয়। তবে তার
মায়াময়ী চেহারা, গ্ল্যামার, শারীরিক
সৌন্দর্য এবং সর্বোপরি অভিনয়শৈলী যেন
অপেক্ষা করছিল আরও বড় কিছুর। আর
সে কারণেই পরবর্তীকালে ছোট
পর্দা থেকে বড় পর্দার দিকে ধাবিত হন
তিনি। এখানেই যেন মুক্ত
মনে ডানা মেলে উড়তে পারবেন
মৌসুমী হামিদ।
এরই মধ্যে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।
দুটি ছবির অভিনয়ের কাজ শেষ করেছেন।
এবার তৃতীয় ছবির কাজ নিয়ে ব্যস্ত সময়
পার করছেন মৌসুমী হামিদ। ছবির নাম
‘ব্ল্যাকমেইল’। পরিচালনা করছেন অনন্য
মামুন। তার পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’
এবং সর্বশেষ ‘আমি শুধু চেয়েছি তোমায়’
দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ভাল
ব্যবসায়িক সফলতাও পেয়েছে। মামুনের
‘ব্ল্যাকমেইল’ ছবিতে অন্যরকম এক
মৌসুমী হামিদকেই আবিষ্কার করা যাবে।
এখানে রাফ অ্যান্ড টাফ এক তরুণীর ভূমিকায়
অভিনয় করছেন তিনি। ছবিতে সাজ, পোশাক,
লুক- এসব কিছুতেই পরিবর্তিত
মৌসুমীকে দর্শক পাবেন। বেশ কিছু
দৃশ্যে চরিত্রের
প্রয়োজনে খোলামেলা পোশাকেও
দেখা যাবে তাকে। আর এসব কিছুর
সমন্বয়ে একজন পরিপূর্ণ চলচ্চিত্রের
নায়িকা হিসেবেই দর্শক আবিষ্কার
করতে পারবেন তাকে। তাই
চলচ্চিত্রে অভিনেত্রীর এ খরার
সময়ে মৌসুমী বেশ সম্ভাবনার আলো জ্বেলেই
সামনের দিকে এগোচ্ছেন। ‘ব্ল্যাকমেইল’
ছবিতে মৌসুমী ছাড়াও অভিনয় করছেন
আনিসুর রহমান মিলন ও ববি। এরই
মধ্যে ছবির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন
হয়েছে। এ ছবিটি নিয়ে মৌসুমী হামিদ
বলেন, ‘ব্ল্যাকমেইল’ সম্পূর্ণ বাণিজ্যিক
একটি ছবি। এখানে আমার চরিত্রটিও
চমৎকার। একজন পরিপূর্ণ চলচ্চিত্র
অভিনেত্রীর মতো করেই এখানে আমার
উপস্থাপনাটা চোখে পড়বে দর্শকদের।
পুরোপুরি গ্ল্যামারাস। আয়নায় নিজের লুক
দেখে অনেক ভাল লেগেছে। সত্যি বলতে এ
রকম একটি ছবি করার ইচ্ছাই ছিল। ছবির
কাহিনীও অনেক ব্যতিক্রমধর্র্মী। আমার
মনে হয় ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।
প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায়
যাত্রা শুরুর পর একাধিক নাটকে অভিনয়
করেছেন মৌসুমী হামিদ। তবে দুই বাংলার
যৌথ প্রযোজনার ধারাবাহিক
‘রোশনি’তে অভিনয় করে সর্বাধিক আলোচনায়
আসেন তিনি। এখানে দুর্দান্ত
অভিনয়শৈলী দেখিয়ে বিভিন্ন পরিচালকেরও
নজর কাড়তে সক্ষম হন মৌসুমী। এর পর
রেদওয়ান রনির ‘রেডিও চকোলেট
রিলোডেড’সহ একাধিক নাটকে তার অভিনয়
দর্শকনন্দিত হয়। তবে তার
মায়াময়ী চেহারা, গ্ল্যামার, শারীরিক
সৌন্দর্য এবং সর্বোপরি অভিনয়শৈলী যেন
অপেক্ষা করছিল আরও বড় কিছুর। আর
সে কারণেই পরবর্তীকালে ছোট
পর্দা থেকে বড় পর্দার দিকে ধাবিত হন
তিনি। এখানেই যেন মুক্ত
মনে ডানা মেলে উড়তে পারবেন
মৌসুমী হামিদ।
এরই মধ্যে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।
দুটি ছবির অভিনয়ের কাজ শেষ করেছেন।
এবার তৃতীয় ছবির কাজ নিয়ে ব্যস্ত সময়
পার করছেন মৌসুমী হামিদ। ছবির নাম
‘ব্ল্যাকমেইল’। পরিচালনা করছেন অনন্য
মামুন। তার পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’
এবং সর্বশেষ ‘আমি শুধু চেয়েছি তোমায়’
দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ভাল
ব্যবসায়িক সফলতাও পেয়েছে। মামুনের
‘ব্ল্যাকমেইল’ ছবিতে অন্যরকম এক
মৌসুমী হামিদকেই আবিষ্কার করা যাবে।
এখানে রাফ অ্যান্ড টাফ এক তরুণীর ভূমিকায়
অভিনয় করছেন তিনি। ছবিতে সাজ, পোশাক,
লুক- এসব কিছুতেই পরিবর্তিত
মৌসুমীকে দর্শক পাবেন। বেশ কিছু
দৃশ্যে চরিত্রের
প্রয়োজনে খোলামেলা পোশাকেও
দেখা যাবে তাকে। আর এসব কিছুর
সমন্বয়ে একজন পরিপূর্ণ চলচ্চিত্রের
নায়িকা হিসেবেই দর্শক আবিষ্কার
করতে পারবেন তাকে। তাই
চলচ্চিত্রে অভিনেত্রীর এ খরার
সময়ে মৌসুমী বেশ সম্ভাবনার আলো জ্বেলেই
সামনের দিকে এগোচ্ছেন। ‘ব্ল্যাকমেইল’
ছবিতে মৌসুমী ছাড়াও অভিনয় করছেন
আনিসুর রহমান মিলন ও ববি। এরই
মধ্যে ছবির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন
হয়েছে। এ ছবিটি নিয়ে মৌসুমী হামিদ
বলেন, ‘ব্ল্যাকমেইল’ সম্পূর্ণ বাণিজ্যিক
একটি ছবি। এখানে আমার চরিত্রটিও
চমৎকার। একজন পরিপূর্ণ চলচ্চিত্র
অভিনেত্রীর মতো করেই এখানে আমার
উপস্থাপনাটা চোখে পড়বে দর্শকদের।
পুরোপুরি গ্ল্যামারাস। আয়নায় নিজের লুক
দেখে অনেক ভাল লেগেছে। সত্যি বলতে এ
রকম একটি ছবি করার ইচ্ছাই ছিল। ছবির
কাহিনীও অনেক ব্যতিক্রমধর্র্মী। আমার
মনে হয় ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।
posted from Bloggeroid