Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label live football. Show all posts
Showing posts with label live football. Show all posts

Tuesday, June 10, 2014

তিন চ্যানেলে সরাসরি বিশ্বকাপ

তিন চ্যানেলে সরাসরি বিশ্বকাপ
বিনোদন করেসপন্ডেন্ট
ঢাকা: বিশ্বকাপের উত্তেজনায় সারা বিশ্বের
মতো কাঁপছে বাংলাদেশও। সেই উত্তেজনাকে আরো আনন্দঘন
করতে প্রথমবারের মতো দেশীয় তিনটি টেলিভিশন
চ্যানেল একসঙ্গে বিশ্বকাপ ফুটবলের
সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে।
বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা সম্প্রচারের জন্য ফিফার
কাছ থেকে আগেই সবুজ সংকেত পেয়েছিলো বাংলাদেশ
টেলিভিশন, গাজী টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশন।
বিটিভিতে খেলা সম্প্রচার সত্ত্বের জন্য টোটাল স্পোর্টস
মার্কেটিং (টিএসএম) সর্বশেষ চুক্তিটি করে।
কিছুদিন আগেই এই খেলা সম্প্রচার নিয়ে গাজীটিভি,
মাছরাঙা ও টিএসএম এর সঙ্গে সনি এমএসএম নিয়োগকৃত
এজেন্ট সেভেনথ্রিস্পোর্টস এর মধ্যে এক ভুল বোঝাবুঝির
প্রেক্ষিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু দেশের
বৃহত্তর স্বার্থে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)
সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যস্থতায় এক
ত্রিপাক্ষিক আলোচনায় সমঝোতার প্রেক্ষিতে টিএসএম
আদালত থেকে মামলাটি তুলে নেয়।
তাই উদ্বোধনী অনুষ্ঠানসহ সবগুলো খেলা একই
সঙ্গে বাংলাদেশ টেলিভিশন, গাজী টেলিভিশন
এবং মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

posted from Bloggeroid