Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 6, 2013

এত খুঁজছি...

সেদিন রাজীব দেখে কী, রবিন অনেকক্ষণ ধরে একখণ্ড বরফে কী যেন খুঁজছে। রাজীবের খুব কৌতূহল হল। জিজ্ঞেস করল, কী রে, বরফে কী খুঁজছিস?

রবিন বলল, আর বলিস না। বরফের কোথায় যেন ফুঁটো হয়ে গেছে। সেই কখন থেকে পানি ঝরছে তো ঝরছেই। এত খুঁজছি, ফুঁটো আর খুঁজে পাচ্ছি না! একটু দেখবি তুই?

সংগ্রহে: আব্দুল্লাহ আল আহাদ, কলেজ রোড, আলমনগর, রংপুর

কার ডিম?

একদিন রায়হান সাহেব গেছেন বাজারে। এক ডিমের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, এই ডিম কার?

দোকানি একটু পাশে গিয়েছিল। তক্ষুনি এসে বলল, আমার ডিম স্যার। নিবেন নাকি?

একগাল হেসে রায়হান সাহেব বললেন, না, আমি ভেবেছিলাম মুরগির ডিম। গিন্নি মুরগির ডিম কিনতে বলে দিল তো, তাই।

সংগ্রহে: রাজেশ কুমার বর্মণ, বড়ুড়া বাজার, কুমিল্লা

সাইনবোর্ডের জন্য দেরি!

শিক্ষক: কী ব্যাপার! আজ এত দেরি করে এলে?
ছাত্র: স্যার, আমি তো তাড়াতাড়ি-ই আসছিলাম। কিন্তু ওই সাইনবোর্ডের কারণে দেরি হয়ে গেল।
শিক্ষক: (চোখ পাকিয়ে) কোন সাইনবোর্ড?
ছাত্র: স্যার, ওই যে, আমাদের স্কুলের কাছেই একটা সাইনবোর্ড আছে না- ‘সামনে স্কুল, ধীরে চলুন’। ওটা দেখে ধীরে চলতে গিয়েই তো দেরি হয়ে গেল!


সংগ্রহে: হাবিব, ঝিনাইদহ

No comments: