Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 10, 2013

খোলা আকাশের নিচে পরীক্ষা সুজন খন্দকার (১৬) Published: 2013-05-07 09:31:01.0 Updated: 2013-05-07 14:43:34.0 1 / 1 6 0 0 Print Friendly and PDF ঝড়ে স্কুলঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে জামালপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার কালবৈশাখী ঝড়ে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার মীরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষসহ অফিসকক্ষ ভেঙ্গে পড়ে। এ অবস্থাতেই স্কুলটিতে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার বলেন, “আমরা বাইরে পাটি বিছিয়ে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিতে অনেক অসুবিধা হচ্ছে। পাটিতে বসে লিখতে সমস্যা হয়।” ২০০১ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০০৬ সাল থেকে চারজন শিক্ষক/শিক্ষিকা একটি টিনের ঘরে শিশুদের পাঠদান করে আসছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ১৭৫ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মেরামতের জন্য সরকারি বরাদ্দ আসতে সময় লাগবে। এ স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, “এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের ঘরটি মেরামত করার জন্য চেষ্টা করছি।” “মেরামত না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচেই পরীক্ষা নিতে হবে।”

No comments: