Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 2, 2014

বিয়ের মেহেদী না মুছতেই পৃথিবী ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্য রাসেল

মাত্র পাঁচদিন আগে বিয়ে করেছে পুলিশ সদস্য
মোঃ রাসেল। হাতের রঙ্গিন মেহেদী মুছে যাওয়ার
আগেই রাসেল এই
পৃথিবী থেকে চিরতরে চলে যাওয়ার খবরে তার
নিজ বাড়িতে কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। নিজ
এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। এছাড়া তার
কর্মস্থল রাঙ্গামাটিতে তার সহকর্মীদের
মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর
এলাকার সাইলচর নামকস্থানে এক মর্মান্তিক সড়ক
দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য
মোঃ রাসেল (২৭) নিহত হয়। সে বি-বাড়িয়া জেলার
কসবা উপজেলার বারাই গ্রামের মজিবুর রহমান
দুলালের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের
দেবীদ্বার পৌর এলাকার সাইলচর
নামকস্থানে কোম্পানীগঞ্জ-
ঢাকা রোডে তিশা পরিবহনের
একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো -ব
১৪-৭৭৮২) ধোয়া-মুছা শেষ
করে ,বাসটি পার্কিং স্থানে যাওয়ার সময়
বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী মোটর
সাইকেল (কুমিল্লা-ল ১১-৩৫৮৯) ও
একটি সিএনজি (কুমিল্লা-থ ১১-৭৩৪১)
কে চাপা দেয়। এসময় মোটর সাইকেলটি দুমড়ে-
মুচড়ে ঘটনাস্থলেই পুলিশ সদস্য রাসেল নিহত হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
(এস.আই) মোঃ আবু জাহের জানান, সংবাদ
পেয়ে দেবিদ্বার থানা ও মিরপুর হাইওয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক
বাসটিকে আটক করে। নিহত রাসেল (সিপাহী-১০৮৯)
রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিলেন। তিনি গত
২৫/১০/১৪ইং থেকে আগামী ০৫/১১/১৪ইং পর্যন্ত
ছুটিতে বাড়িতে আসেন। লাশের ময়না তদন্ত
শেষে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন
করা হবে। এব্যাপারে মামলা দায়ের
প্রস্তুতি চলছে।
কুমিল্লায়
ঢিলেঢালা ভাবে হরতাল
পালিত, আটক ১০
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর
রহমান নিজামীকে ফাঁসির রায়ের
প্রতিবাদে জামায়াতের ডাকা গতকাল কুমিল্লায়
ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হয়। ৩ দিনের
হরতালের ২য় দফায় প্রথম দিন অগ্নিসংযোগ,
মিছিল আর পিকেটিংয়ের মধ্যদিয়ে হরতাল পালিত
হয়। কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে শনিবার
রাতে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক
করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার
কার্যালয়ের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুর
রহমান। হরতালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য
হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত
নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
করেছে।
এদিকে হরতালে জামায়াতের নেতাকর্মীরা নগরীর
বিভিন্ন সড়কে মিছিল ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ
করেছে। হরতাল চলাকালে সকালে মহানগরীর
লাকসাম রোডে ঝটিকা মিছিল করেছে জামায়াত-
শিবির নেতা-কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালের
সামনে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের
ধাওয়াপাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের
ঘটনা ঘটেছে। নগরীর ধর্মপুর এলাকায়
টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ
করেছে হরতালকারীরা।
এ দিকে হরতালে নগরীর অধিকাংশ দোকানপাট
খোলা ছিলো। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও
শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। আর্থিক
প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে। রেল যোগাযোগ
স্বাভাবিক ছিল। মহানগরীর বাস
টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো যানবাহন
ছেড়ে যায়নি। তবে নগরীতে ছোট ছোট যানবাহন
চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে দুই
একটি পণ্যবাহী ট্রাক চলাচল করলেও আতঙ্কের
কারণে যাত্রীবাহী বাস চলাচল করেনি।
অন্যদিকে জেলার বিভিন্ন স্থান থেকে শনিবার
রাতে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক
করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার
কার্যালয়ের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুর
রহমান। এ ছাড়া দুপুরে মহানগরীর
কান্দিরপাড়ে হরতাল বিরোধী মিছিল
করেছে মহানগর যুবলীগ।
সকালে নগরীর লাকসাম রোড, টমছম ব্রিজ, ধর্মপুর,
চকবাজার এবং জেলার বুড়িচংয়ের সৈয়দপুর,
চৌদ্দগ্রাম, দাউদকান্দিসহ ১৬ উপজেলায়
ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
এদিকে নগরীর কাশেমুল উলুম মাদ্রাসার
সামনে শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের
করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ
করে দেয়। হরতাল চলাকালে নগরীতে ছোট ছোট
যানবাহন চলাচল করে । এদিকে কুমিল্লার
তিনটি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার
কোনো যানবাহন ছেড়ে যায়নি। ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কেও ভাড়ি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হরতালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ
ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত
নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
করেছে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, সাবেক জিএস
আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আ’লীগ
নেতা ও কুমিল্লা কাবের সাধারণ সম্পাদক আরফানুল
হক রিফাত, সিটি কাউন্সিলর জমির উদ্দিন খান
জম্পি, শ্রমিকলীগ নেতা হাসান খসরু, মহানগর
যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, আ’লীগ
নেতা আবদুল আলীম, কাঞ্চন, সাবেক কাউন্সিলর
ইয়াসিন মিয়া, হেলাল উদ্দিন, কাইয়ুম খান বাবুল,
ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, মামুনুর
রশিদ মামুন, সৈয়দ মোঃ সোহেল, আ’লীগ নেতা শাহ
আলম, মহানগর যুবলীগ নেতা হাসান ইমাম হাসান,
সাহেরীন আল মাহমুদ সাহের, হাবিবুল আল আমিন
সাদী, সফিউল আলম স্বপন, বোরহান মাহমুদ কামরুল,
পলিকেটনিকের সাবেক ভিপি জহিরুল ইসলাম
রিন্টু,মহানগর ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম
শাওন প্রমুখ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ১০
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল. মো. জাকির
হোসেন জানিয়েছেন, দিনের শুরু থেকে হরতাল
পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার
চৌদ্দগ্রামে ১ প্লাটুন, মনোহরগঞ্জে ১ প্লাটুন,
বুড়িচংয়ের নিমসার এলাকায় ১ প্লাটুন এবং সদর
উপজেলার জন্য ১ প্লাটুন বিজিবি সদস্য রির্জাভ
রাখা হয়েছে।


No comments: