Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, September 3, 2014

মা-বাবার কল ধরতে বাধ্য করতে অ্যাপ

ডেস্ক : যে সব বাবা-মায়ের সন্তানরা মোবাইল
ফোন ব্যবহার করে অথচ প্রয়োজনের সময় বাবা-
মায়ের ফোন রিসিভ করে না, সেই সব বাবা-মায়ের
জন্য একটি সুখবর নিয়ে আসছে আধুনিক প্রযুক্তি।
খবরটি হলো- যে সব সন্তান তাদের বাবা-মায়ের
ফোন কল রিসিভ করে না, ঘরে বসেই বাবা-
মা তাদের কল ব্যাক করতে বাধ্য করতে পারবেন।
এ জন্য নতুন একটি অ্যাপ ডেভেলপ করা হচ্ছে। যার
নাম ‘ইগনর নো মোর’।
খবরে বলা হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে যাদের
সন্তান বাবা-মায়ের ফোন রিসিভ করতে চায় না,
তাদের সন্তানদের কল ব্যাক করতে বাধ্য
করতে পারবেন। তবে শর্ত হলো- এর জন্য উভয়পক্ষের
(সন্তান ও বাবা-মা) মোবাইলে ওই
সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর বাবা-মায়ের
কাছে সন্তানের ফোনের একটি পাসওয়ার্ড বা গোপন
নম্বর থাকবে। বাবা-মা তার সন্তানকে ফোন
দেয়ার পর রিসিভ না করলে উল্লিখিত পাসওয়ার্ড
ব্যবহার করে সন্তানের ফোন লক করে দেবেন বাবা-
মা। এতে সন্তান ফোন সচল রাখতে বাধ্য হবে তার
পিতা বা মাতার কাছে ফোন করতে।
চিন্তা করছেন, সন্তান
যদি সফটওয়্যারটি আনইনস্টল বা বন্ধ করে দেয়
সেক্ষেত্রে কী হবে? চিন্তার কোনো কারণ নেই।
কারণ এক্ষেত্রে সন্তানের সফটওয়্যারটিতে পিতা-
মাতার মেইল অ্যাড্রেস (ই-মেইল ঠিকানা) থাকবে।
কোনো কারণে সন্তান যদি তার ফোনে ওই
সফটওয়্যারটি চালু না রাখে কিংবা বন্ধ
করে সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পিতা-মাতার ই-
মেইলে ম্যাসেজ বা বার্তা চলে আসবে।
সফটওয়্যারটির ডেভেলপার শ্যারন
স্ট্যান্ডিফার্ডের বরাত দিয়ে এবিসি১৩ ডটকম
নামের একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে। শ্যারন
জানিয়েছেন, এখন শুধু সন্তানের ফোন বন্ধ করার
কাজটি বাকি আছে। এটি হয়ে গেলে খুব শিগগিরই
সফটওয়্যারটি বাজারে আসবে। আর এর দাম পড়বে ১
দশমিক ৯৯ ডলার। বাংলাদেশি টাকায় যার দাম
হবে মাত্র ১৫০ টাকার মতো। সূত্র : এনডিটিভি

posted from Bloggeroid

No comments: